স্মৃতি

যে কাল চলিয়া গিয়া স্মৃতি হয়ে আছে

কাদম্বিনী সম যেন মরিয়া বাঁচিছে

কত কথা, কত ভাব, কত কিছু জাগে

কাল যেন কথা কহে স্মৃতিপট-বাগে

ভাবি তারে সেকি স্বপনচারী,

না, আমিই আমাতে স্বপনে বিহারি

না, ঝামেলা অন্য কিছু -কাল আর আমি

একাকার হয়ে নমি

তারে, দেখি যারে কহিতেছে কথা

আমাতে, একি সে, না আমি জাগিছে

মনেতে, এ কোন জানা-অজানা বারতা?

Loading

About এম_আহমদ

প্রাবন্ধিক, গবেষক (সমাজ বিজ্ঞান), ভাষাতত্ত্ব, ধর্ম, দর্শন ও ইতিহাসের পাঠক।

Comments

স্মৃতি — 3 Comments

  1. স্মৃতি-বিস্মৃতি যে একই সাথে অন্তরকে পোড়ায়, তা অনুভবে আসে শুধু। কখনো কোন স্মৃতি আসে শুধু বেদনা নিয়ে, কখনো কেউ বয়ে আনে মধু। অতীতের না-পাওয়ার বেদনা ভরা স্মৃতি ব্যাথা হয়ে ওঠে জেগে, সেই না-পাওয়া যখন পাওয়া হয়ে ধরা দেয় উথলি ওঠে প্রাণ প্রবল আবেগে।

    শুভ কামনা, এম আহমেদ ভাই।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *