পঞ্চ দ্বিপদী

১.
প্রবল ঝটিকা পারে সমূলে উপাড়িতে বিপুল মহীরুহ
ক্ষীণ তণু লতিকারে কাবু করা তার কাছে অতি দুরুহ।

২.
মৌমাছি গুঞ্জরণ, প্রজাপতি পাখা আর দখিনা মলয়
দেখে প্রাণে দোলা লাগে জাগিলে প্রণয়।

৩.
পতন আশঙ্কায় যদি ভীতি জাগে প্রাণে
সকলের বড় বাধা তাহাই উত্থানে।

৪.
সময়ের আবর্তনে বিবর্তনের অনিবার্য ধারা
বৃথা আস্ফালনে তারে যায় না রোধ করা।

৫.
প্রেমের কাঙাল হয় যদি কভু কারো মন
কোকিলের কুহু তানে প্রাণ হয় উচাটন।

Loading


Comments

পঞ্চ দ্বিপদী — 4 Comments

  1. খুব ভাল হয়েছে। কবিতা সব দিনই ভাবের জন্ম দেয়, তাই বলি:

    কবে কোন কালে কোন কুহু
    ডেকেছিল নিশিত রাতে
    আজি অবেলায় তার লাগি কেন মুহুর্মুহু
    রোনে মন: সে যে নিঃশেষ আজ সভ্য কালের স্রোতে!

    দূর, সুদূরে বসি বাধি তারে কবিতায়
    বাক্যে ও ছন্দে পেতে অন্য প্রয়াস
    আহা! দুধের তিয়াসা, সে কি জলে মিটে যায়?
    … নেট-তরঙ্গে ওঠে সেই ব্যথা নিঃশ্বাস।

    • চমৎকার! এত সুন্দর মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা।

    • ধন্যবাদ।
      মুনিম ভাই, আপনাকে নিয়মিত পেলে খুব ভালো লাগবে।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *