প্রশ্ন

অনুর্বর এই ক্ষুদ্র মস্তিস্কে, আজীব সব প্রশ্ন আসে।
বল সুধী আছ যারা, উত্তর কী আছে তোমাদের জানা?
বলতে পারো ফুটপাথ জুড়ে;
শো-রুমের দামী গাড়িগুলো কেন থাকে পড়ে?
কেনই বা পথচারী গাড়ির তলে পড়ে পথ চলতে গিয়ে?

আবার হকার যখন বসে পশার নিয়া?
পুলিশ কেন তাদের করে লাঠি পেটা?
কেনইবা ধীর গতির গাড়িগুলো চলে সড়কের মাঝ দিয়া?
কেনইবা ভারী আর গতিশীল গাড়ি কেন চলে সড়কের বাম লেন দিয়া?

প্রজাতন্ত্রের প্রজা যখন যায় প্রজাতন্ত্রের কার্যালয়
টাকা ছাড়া কেন তাদের ফাইল হয়ে রয় বন্ধি লাল ফিতায়?
কৃষক কেন পায় না কৃষি উপকরণ ফলাতে মোদের জীবিকার উপাদান?
আবার শিল্পপতিরা উন্নয়নের নামে পরিবেশ কেন করে দুষন?

যে দেশে মানুষ পায়না খেতে দু’বেলা পেট পুড়ে
অভাব শিক্ষা, বাসস্থান আর চিকিৎসার
সে দেশে বিলাস বহুল গাড়ির কী দরকার?

মধ্য আয়ের মানুষগুলো প্রতি সকাল সাজে, কাউন্টার নামের বাসের হ্যন্ডেল ধরে

বাদুর ঝোলা হয়ে যাতায়াত করে তিনগুন টাকায় টিকেট কিনে?

এমনি কোটি প্রশ্ন আজ ষোল কোটি বাঙ্গালীর

কে তুমি বিধাতা লিখবে মদের তকদির?

Loading


Comments

প্রশ্ন — 7 Comments

  1. অত্যান্ত সুন্দর সাবল্লিল জ্ঞানগর্ভপৃর্ণ একটি পোষ্ট ।
    ধন্যবাদ ।

    • @ গাংচিল, জ্ঞানগর্ভ কি-না জানি না তবে বর্তমান প্রেক্ষাপট।
      ধন্যবাদ পড়া ও মন্তব্যের জন্য।

  2. দাদু ভাই খুশি হলাম উপস্থিত দেখে। আশাকরি সব সময় এই ভাবে অংশ নিয়ে সংলাপকে জমিয়ে যাবেন।
    আপনার কবিতায় যে ক্ষোভ সেটি বিধাতাকে প্রশ্ন করার আগে আমাদের নিজকে নিজে প্রশ্ন করা দরকার আমি নিজেরা কি কি করতে পেরছি? আমরা যখন আমাদের নিজদের আয়নায় দেখতে পাব তখন বাকি প্রশ্নের উত্তর চলে আসবে। নতুবা শুধু প্রশ্ন থেকে প্রশ্ন করে যেতে হবে সমাধান আসবেনা।
    ধন্যবাদ।

  3. “এ আর কিছু নয় হে কবি যে দেশ হয়ে গেছে দুর্নীতিতে র্দুগন্ধময়!
    কি বা আশা করা যায় পাওয়া যাবে সেথায়?
    সে প্রশ্ন জাগে সবসময়!”
    ধন্যবাদ

  4. “যে দেশে মানুষ পায়না খেতে দু’বেলা পেট পুড়ে
    অভাব শিক্ষা, বাসস্থান আর চিকিৎসার
    সে দেশে বিলাস বহুল গাড়ির কী দরকার?”

    এটাই কোটি কোটি মানুষের প্রশ্ন।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *