এলোরে বৈশাখ

এলোরে বৈশাখ
জাফর ইদ্রিস

কৃষ্ণচূড়ার শাঁখে শাঁখে
ফুটছে ফুলের মেলা
অগ্নি ঝরা চৈত্র শেষে
ঝড়-বাদলের খেলা।

ডাকছে গুরু মেঘ রাশি
সূর্যটাকে ঘিরে
ঝড়ো হাওয়া উঠে বেগে
পালটি যায় ছিঁড়ে।

স্বর্গ হতে সুধা বারি
বয়ে নিয়ে সে
শীতল ধারায় ঝরায় বারি
বল-তো সে কে ?

বছর শেষে ফিরে এসে
করে কর-স্পর্শ
সে আমার বৈশাখ মাস
বাংলা-নব-বর্ষ।

 

Loading


Comments

এলোরে বৈশাখ — 1 Comment

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *