দেশ নেই

দেশ নেই,

খেশ আছে কি না -জানি না

সেদিকে মোর মন বসে না।

 

সেদিনের সেই গ্রাম নেই,

সুন্দরে বিরাজিত রূপ নেই,

কাল চলে গিয়েছে, আর ফিরিবে না।

 

যা মনে আছে

তা স্মৃতি-জালে আটকে পড়া এক অতীত,

কাল চলে গিয়েছে।

 

খেলাঘর জুড়ে প্রাসাদ উঠেছে

নব্য সৌন্দর্য বাহিরে ভিতরে হাহাকার করছে

অতীতের কেউ নেই সেখানে,

শুন্যতা বিরাজিছে অব্যক্ত ব্যথায় ঝিম ঝিম হয়ে।

 

দেশ নেই, নাম আছে,

গ্রাম নেই, বিল নেই, খাল নেই,

সবাই পরিবর্তন-মুখী, ‘উন্নতির’ পথে

শুধু আমি বেঁচে আছি অতীত-স্মৃতিতে।

 

কালের ধ্বনি মোর হৃদয়ে বিকট হয়ে বাজিছে।

বলার কিছু নেই, কালের গতি সম্মুখে, ফিরার পথ নেই।

 

সেদিন আর ফিরিবেনা।

 

২০০৮

Loading

About এম_আহমদ

প্রাবন্ধিক, গবেষক (সমাজ বিজ্ঞান), ভাষাতত্ত্ব, ধর্ম, দর্শন ও ইতিহাসের পাঠক।

Comments

দেশ নেই — 6 Comments

  1. খুব ভাল লাগল। তবে বাংলাদেশে আপনার এলাকা ধনী লোকদের আবাস তাই এই পরিবর্তন চোখে পড়ছে। কিন্তু আমার গ্রামকে জন্মের পর থেকে যেভাবে দেখে আসছি এখন সেই ভাবেই আছে । দেশের অনেক স্থানে অচিন্তনীয় পরিবর্তন হলেও আমার গ্রাম বাসী সেই তিমিরে রয়ে গেছে।

    • হ্যাঁ, কথা সত্যি, আমাদের এলাকা বিদেশি টাকায় দ্রুত রূপান্তরিত হয়েছে। কিন্তু আপনাদের এলাকাও এভাবে থাকবে না, যে ‘উন্নতি’ ও ‘সভ্যতা’ মানুষকে উন্মাদ করে ফেলেছে, সেই উন্মাদনা থেকে নিস্তার নেই। কোথাও গতি মন্তর, কোথাও দ্রুত। হয়ত আপনার নিজের জীবদ্দশায় তা দেখে যেতে পারবেন।

      ধন্যবাদ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *