আবোল তাবোল-০২/ মফিজুল ইসলাম খান

চাল বাজারে জ্বলছে আগুন
এই আগুনে পুড়ছে ফাগুন
দশে ছড়েছেে পাখি সব
তাইতো ভোরে যায় না শোনা
মন কাড়া সব কলরব

চাল বাজারে আগুন
মাসটা যে ভাই ফাগুন
সেই আগুনে পুড়ছে দেশ
পুড়ছে সবার কালো কেশ
পেটে ক্ষুধা নাচ্ছে বেশ
বিশ্ববাসী জাগুন
চাল বাজারে আগুন।

চাল বাজারে আগুন
বস্তিবাসী ভাগুন
আলু খেতে জাগুন
ডাক দিয়েছে মানু ভাই
মধ্যবিত্তের উপায় নাই
খেতে হবে যাচ্ছেতাই
খড়কুটা আর বাগুন।

চাল বাজারে আগুন
ছুরি কাচি মাগুন
তুড়ি মেরে আসুন তেড়ে
গুদাম ঘরে বাবরি নেড়ে
একটা কামান দাগুন
একটুখানি রাগুন
চাল বাজারে আগুন।

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

Comments

আবোল তাবোল-০২/ মফিজুল ইসলাম খান — 6 Comments

  1. ধন্যবাদ মুনিম ভাই, তথ্যপূর্ণ মন্তব্যের জন্য ।

  2. এই ফাগুন তো বারো মাস আমাদের লেগে আছে। সব লোক দ্রব্যমূল্য বাড়ার সাথে সাথে তাদের সার্ভিস চার্জ বা পণ্যের মূল্য বাড়াতে পারলেও আমরা যারা বিভিন্ন বেসরকারী অফিসে অফিসার হিসাবে কাজ করি তারা আমাদের সার্ভিস চার্জ বাড়াতে পারিনা।
    গত কয়েক মাসে রিক্সা ভাড়া ৫ তাকার যায়গায় ১০ টাকা হয়ে গেছে তার মানে ১০০ ভাগ বেড়েছে। বাস বাড়া ৩০টাকার যায়গায় ৪০ টাকা মানে ২৫ ভাগ, চিনি ৪০ টাকার স্থলে ৭০/৬০ টাকা হয়েছে মানে ৫০ ভাগ বেড়েছে। ডিম হালি ২২ টাকার যায়গায় ৩৫ টাকা মানে ৬০ ভাগ বেড়ে গেছে! বাড়ি ভাড়া প্রতিবছর করে ১০০০ হাজার টাকা বাড়ছে। কারেন্ট যেখানে ৪/৫ শতটাকা বিল আসত সেখানে ৮/৯ শত আসছে !
    কিন্তু আমাদের তো বেতন সেভাবে বাড়ছেনা। বাজেট ঘাটতি হচ্ছে, ঋণে জড়িয়ে পড়তে হচ্ছে! চরম অসহায়ের মত ধ্বংসের দিকে ছুটে চলছি।
    কিন্তু সরকার কি বিএনপি কি আওয়ামীলীগ তারস্বরে বলে বেড়াচ্ছে মানুষের নাকি ক্রয় ক্ষমতা বাড়ছে! হ্যা বাড়ছে সব দুর্নীতিবাজদের। সাধারণ মানুষের নয়।

  3. আসলেই উপায় নেই। আমরাতো অসহায়। ধন্যবাদ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *