চতুর্থ পর্ব – আসুন সহজে আরবি শিখি

তৃতীয় পর্ব

আরবি ব্যাকরণ শিখার এ টিউটোরিয়াল সিরিজের নিয়মিত পাঠকবৃন্দকে আবার ধন্যবাদ দিয়ে চতুর্থ পর্ব শুরু করছি।

প্রথম পর্বের আমরা জেনেছি যে আরবি ভাষার সকল শব্দকে তিন ধরণে শ্রেণীবদ্ধ করা হয়:

আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এতদিন আমরা কেবল ইসম বিষয়েই আলোচনা করেছি। এ পর্যন্ত আমরা ইসম্ اسم এর অবস্থা বা Status সম্পর্কে আলোচনা করেছি। আরবি স্বরবর্ণ বিশেষকরে দাম্মা, ফাতাহ ও কাসরা ব্যবহার করে কিভাবে মারফউ, মানসুব ও মাজরুর হয় তা শিখেছি। তান-উইন -“দুন”, “দান” এবং “দিন” ব্যবহারে কি হয় তা জেনেছি। সেই সাথে اسم এর যে বিভিন্ন গুন থাকে সে বিষয়ে আলাপ করেছি।
যেমন,

  • নির্দিষ্ট – Definite কিংবা অনির্দিষ্ট – Indefinite
  • বচন – Number – এক বচন, দ্বিবচন ও বহু বচন
  • লিংগ – Gender – পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ

তবে আজকের পর্বে ইসম اسم  কত প্রকার (Type of Ism) নিয়ে আলোচনা হবে।
ইসম ২ প্রকার হয়।

  • অনির্দিষ্ট বা সাধারণ ইসম – Common word
  • নির্দিষ্ট ইসম –  Proper/Specific word

নির্দিষ্ট ( Proper/Specific) اسم – ইসম হচ্ছে ৭ ধরণের।

১. নির্দিষ্ট কোন কিছুর নাম (Proper names: Names of places or people)
২. যে শব্দ নির্দিষ্টকরণে ال (the) দিয়ে শুরু হয়।
৩. সর্বনাম (Pronouns)
৪. ইঙ্গিত বা ইশারা শব্দ – ইসমুল ইশারা (Pointers)
৫. সম্বন্ধযুক্ত শব্দ বা ইসম মা’সুল (Relative Noun)
৬. “হে” বা সম্ভাষণ করার অর্থে يا  ব্যবহৃত ইসম
৭. বাক্যের মাজরুর ইসমের আগের ইসম

আর এই ৭ ধরণের ইসম ছাড়া বাকি ইসম সাধারণ (Common ) ইসম। নির্দিষ্ট (Proper) ইসমের বর্ণনা নিম্নে দেয়া হল।

প্রথমে  সর্বনামের বর্ণনা দেই  –

সর্বনাম দুই ধরনের হতে পারে যুক্ত এবং আলাদা।
যুক্ত সর্বনাম ইসমের শেষে যুক্ত থাকে আর আলাদা সর্বনাম (Stand Alone) থাকে শব্দের পূর্বে।
সর্বনাম মোট ১২টি যার তালিকা নিচে দেয়া হল।
এগুলা স্ব-ব্যাখ্যামূলক (Self-explanatory) কেবল মুখস্ত করার ব্যাপার। উচ্চারণ শিখার জন্য অডিও ক্লিপ সংযোজন করা আছে নিচে যা শুনা জরুরী।

পুলিঙ্গ- Masculine- Third Person স্ত্রীলিঙ্গ– Feminine- Third Person
هُوَ  –     he – সে هِيَ  –    she  সে
هُمَا –     them two ওরা দুজন هُمَا  –    them two ওরা দুজন
هُم  –     all of them ওরা সবাই هُنًّ  –    all of them ওরা সবাই
Masculine- Second Person
পুলিঙ্গ -তুমি / তোমরা
Feminine- Second Person
স্ত্রীলিঙ্গ – তুমি / তোমরা
اَنْتَ  –   you- তুমি اَنْتِ   – you  তুমি
اَنْتُمَا –   you two ( তোমরা দুজন) اَنْتُمَا  – you two  ( তোমরা দুজন)
اَنْتُمْ  –   all of you ( তোমরা সবাই) اَنْتُنَّ  – all of you ( তোমরা সবাই)
First Person – আমি / আমরা
اَنَا  –  I আমি نَحْنُ  –  we আমরা

উচ্চারণ শুনতে নিচের অডিওটি শুনেন।

নিচের অডিওতে  সর্বনামগুলো  মুখস্ত করতে পারেন গানের সুরে।

নিচের ভিডিওটি দেখলে সর্বনাম পুলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ বুঝতে আরো সহজ হবে

ইশারা বা ইঙ্গিত পূর্ন শব্দ সমুহ। যেমন,

ইশারা বা ইঙ্গিত পূর্ন শব্দ সমুহ বুঝতে নিচের মাত্র কয়েক সেকেন্ডের দুটি ডিওটি দেখুন..

Masculine পুরুষ

নৈকট্য বুঝাতে  – Showing nearness

Feminine স্ত্রীলিঙ্গ নিকটবর্তী বুঝাতে Showing nearness
هَذَا            – This ইহা () هَذِهِ              – This ইহা 
هذان\هذين  – These two এই দুটি هاتان\هاتين  – These two  এই  দুটি বা দ্বিবচন
هَؤُلَاءِ        – All of these এই সব هَؤُلَاءِ          – All of these এই সব
Masculine পুরুষ দূরের  জিনিস Showing distance Feminine

স্ত্রীলিঙ্গ দূরের  –  Showing distance

ذَلِكَ           – That تِلْكَ             – That
ذانك\ذينك   – Those two تانك\تينك    – Those two
أُولَئِكَ         – All of those أُولَئِكَ         – All of those

ইসম মাসুল –  Relative Pronoun
যেমন, “যে, যা, যারাবুঝাতে যে সর্বনাম ব্যবহার হয়।

পুলিঙ্গ – Masculine স্ত্রীলিঙ্গ – Feminine
اَلَّذِيْ          

– He who, that, which

اَلَّتِيْ

             – She who, that, which

اللذان \ اللذين –

Those two who, that, which

اللتان \ اللتين   –

Those two who, that, which

اَلَّذِيْنَ          – All those who, that, which اَللَّاتِىْ          – All those who, that, which
Common Relative Pronouns
مَا                      – That, which, what (non-human)
مَنْ                     –  He, she, who, whom (humans)

ইসম মাসুল – সম্পর্কিত সর্বনাম (Relative Pronoun) বুঝতে নিচের ভিডিওটি শুনতে পারেন

মাজরুর ইসমের আগের ইসম নির্দিষ্ট (Proper) হবে।
যদি কোন বাক্যে অধিকৃত বস্তু (ইসম) এর পরের ইসমটি নির্দিষ্ট হয় ال (the) থাকে তাহলে পূর্বের ইসমটিও  নির্দিষ্ট ইসম হবে যদিও তার সাথে  ال (the) না থাকে কিংবা দাম্মা থাকে।
যেমন بَابُ الْبَيْتِ কার দরজা? ঘরের দরজা। ঘরের ইসমের সাথে যেহেতু “ال আছে এবং নিদিষ্ট ইসম বুঝায় তাই দরজাও এখানে নির্দিষ্ট হবে। দরজার মালিকানা কার? ঘরের অর্থাৎ ঘর হচ্ছে মাজরুর।  If the ism after the possession is proper, then the possession will become proper. অন্য কথায় মাজরুর যদি নির্দিষ্ট হয় তাহলে পূর্বের ইসমও নির্দিষ্ট ইসম (Proper) হবে।

আজকের পর্ব এখানেই ইতি।

আগামী পর্বে আসছে হরফ নিয়ে আলোচনা

< পঞ্চম পর্ব আসছে>

Comments are closed.