পঞ্চম পর্ব – আসুন সহজে আরবি শিখি

(চতুর্থ পর্ব)

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ – পরম করুণাময় আল্লাহর নামে পঞ্চম পর্ব শুরু করলাম। আলহাম্দুলিল্লাহ, বিগত পর্বগুলোতে প্রধানত আমরা ইসম নিয়ে আলোচনা করতে সক্ষম হয়েছি।

তাই আগের পোষ্টগুলো যারা পড়েছেন তাদের পক্ষে এতক্ষণে আরবি ব্যাকরণ পারিভাষিক কিছু কনসেপ্ট

যেমন,

  • রাফা, নাসিব, জার এবং মারফউ, মানসুব, মাজরুর,
  • পুলিঙ্গ- স্ত্রীলিঙ্গ ,
  • দামিরুন মুনফা-সিল,
  • جَمْعٌ বহুবচন,
  • ভগ্ন-বহুবচন
  •  Masculine Sound Plural,
  •  أَسْمَاءُ  الإشارة  ইশমু ইশারা বা The Demonstrative Pronouns,
  • ইদাফা (Possession এখানে দেখতে পারেন)
    ইত্যাদি বিষয়ে আশা করি স্বচ্ছ ধারণা হয়েছে। আর যদি না হয়ে থাকে তবে আগের ( ১ম,২য়,৩য় ও ৪র্থ) পর্বের পোষ্টগুলো এবং তাতে দেয়া অডিও, ভিডিওগুলো
    আবার শুনা দরকার। 

    সে যাক, আজকের পর্বে থাকছে حُرُوف  হুরুফ সম্পর্কে আলোচনা।

    এ বিষয়ে প্রথমে  حُرُوقُ الجَرّ (huruful jaar”) –  হুরুফ আল-জার নিয়ে আলোচনা করব পরে হুরুফ আল-নাসিব নিয়ে আলোচনা হবে।

     

    হুরুফ হচ্ছে সেই পদান্বয়ী অব্যয় বা Preposition যা কোন শব্দের পূর্বে ব্যবহার না করা পর্যন্ত সেটির তেমন কোন মানে হয় না (Harf is a particle that does not make sense unless there is another word after it) ! তবে হরফ এর আলোচনায় আমাদেরকে ইসমের মত স্টেটাস, লিঙ্গ, বচন সংখ্যা কিংবা প্রকারভেদ ইত্যাদির ঝামেলা পোহাতে হবে না। সে হিসাবে حُرُوف এর Lesson সহজ মনে হবে।

     

    أدَوات (حُرُوف) الجَرّ  অনেকটা ইংরেজি  Prepositions, To, In, With ইত্যাদির মতই। আমরা জানি অব্যয় Preposition ব্যবহার হয় একটি শব্দের সাথে অন্য এক শব্দের সম্পর্ক দেখাতে। উদাহরণস্বরূপ, “চবিটি  গাড়ীর ভিতরে”  বা  বইটি টেবিলের উপর “….the key is in the car….” or “….the book is on the table….”
    আরবিতে সাধারনত ১১টি অব্যয় – Preposition  ব্যবহার হয় যেমন,

     

    ইন্টারনেটে আরো কয়েকটি হুরুফ আল জারের উদাহরণ পেয়েছি যা নিম্নে দেখুন।

     

    1. و – ওয়ল্লাহি (আল্লাহর কসম!)
    2. بِ – বিল্লাহি (আল্লাহর কসম!)
    3. تَ – তাল্লাহি (আল্লাহর কসম!)
    4. كَ – (যেমন) kasshamsi সূর্য মত
    5. لِ – লিল্লাহি (আল্লাহর জন্য)
    6. فاء -আল্লাহর জন্য
    7. من -আল্লাহর জন্য من اللهِ
    8. مع -আল্লাহর সাথে – مع اللهِ
    9. اِلَى (আপনি): ilallahi (আল্লাহর)
    10. حَتَى (untill): Hattashamsi (সূর্য পর্যন্ত)
    11. بين  (মধ্যে) bayna: আল- আরদি ওয়া-সামাওয়াতি (পৃথিবী ও আকাশে মধ্যে)

     

    যখন কোন ইসমের আগে  أدَوات (حُرُوف) الجَرّ…ব্যবহার হয় তখন সে ইসমের অবস্থা বা স্টেটাস মজরুর হয়ে যায় এবং এই ইসমের সাথে কাসরা যোগ হয়। এ বিষয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা পাবেন এখানে।

     

    নিচে দুটি ভিডিও ক্লিপ দিলাম এগুলো মনযোগ দিয়ে শুনলে حُرُوف এর কনসেপ্ট ভালভাবে বুঝতে পারবেন।

     

     

     

    এখন হুরুফ আল নাসাব নিয়ে আলোচনা হবে । হুরুফে নাসাব অর্থাৎ হুরুফে জারের মত নাসাবেরও কয়েকটি শব্দ আছে যেগুলোকে হুরুফে নাসাব বলা হয় কেননা এই শব্দ কোন ইসম এর পূর্বে বসালে সে ইসম নাসাব হয়ে যায়। যেমন

    Huroof Naasibah
    اِنَّ – Verily
    اَنَّ – verily
    كَأَنَّ – as if
    لَكِنَّ – but    Naasib
    لَيْتَ – I wish
    لَعَلَّ – hopefully

    এ বিষয়ে নিচের ভিডিওটি শুনা খুবই জরুরী।

     

     

    এ সঙ্গে আরেকটি বিষয় জেনে রাখা ভাল যে কিছু হুরুফ আছে যেগুলো ইসমের আগে বসলেও কোন পরিবর্তন করে না। উদাহরণ নিচে দেয়া হল:

     

    Other common huroof that don’t change the word after:

     

    وَ – and

     

    فَ then

     

    اَمْ or

     

    اِذْ\اِذَا when

     

    اَوْ – or

     

    ثُمَّ afterwards

     

    لَ verily

     

    بَلَى for sure

     

    بَلْ but

     

    ***************
    যারা এখনও সাথে আছেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের পর্বের ইতি টানছি।

     

    ষষ্ঠ পর্ব আসছে >>>…

     

Comments are closed.