উন্নতি কাকে বলে? দুই বন্ধুর সংলাপ।

ধুত্তুরি ছাই! আরে ভাই, অন্য কিছু কি বলার নাই?
-বন্ধু, এমনটা কেন বলছ রে ভাই,
আমি তো সত্য কথাটি বলতে চাই
সহজ সরল সত্য কথা,
আমার কি বলার অধিকার নাই?
-কি যে বলিস, সত্য কথা?
আমি তো দেখি বিশ্বাসঘাতকতা!
-আরে ভাই, কেন, এই অপবাদ
কারণ কি এই,
তোর কপালে জুটেনি কখনো ‘নেত্রী-আশীর্বাদ’?

-ধুত্তুরি ছাই, ভাবছিস কি ভাই, আমি আঙ্গুল ফুলা কলা গাছ?
কেবলই বুঝি খেতে হবে একাত্তরের পুকুরের মাছ?
লোকে বলে তারও আগে
ঐ যে তখন বাপ দাদারা কি করেছিল?
ওসব কেন শুনতে হবে? আমি জানি তখন কি হয়েছিল?
ইংরেজেরা বিদায় নিল, ভারতমাতা ভেঙ্গে গেল, সালটা ছিল ‘সাতচল্লিশ’
বলবি আমায় বাপ দাদারা কেন এমন করতে গেল?
ধুত্তুরি ছাই, ওসব কথা এখন যে আর বলতে মানা সেটা কি জানিস?

-ধন ধান্যে পুষ্পে ছিল আমাদের এই বসুন্ধরা
তাকে আজ কেড়ে নিলো হিংস্র-বেশী ডাকাতেরা
ধুত্তুরি ছাই, এসব কথা এখন শুনতে না চাই
সত্য কথা তিক্ত লাগে শুনতে গেলে ব্যথা পাই
কি যে বলিস তাই বলে কি সত্য কথা বলতে নাই?

ধুত্তুরি ছাই, তোর মনে দেখি একবারেই চেতনা নাই!
একটু যদি বুঝিয়ে বলতে, কেমন করে চেতনা পাই?
জা-ইকবালের ফিল্টার লাগাবি শাহবাগের নেশা করবি
সব কিছু ভুলে থাকবি, শুধু একাত্তরে সাতার কাটবি
স্বাধীনতার কথা বলবি পরাধীনতার শিকল পরবি।
আবেগ দিয়ে খেলা করবি, চেতনা দিয়ে ব্যবসা করবি
আসল চেতনা ভুলে থাকবি। জুটবে ‘নেত্রীর-আশীর্বাদ,
হতে পারবি হালুয়া রুটির তুইও একজন ভাগীদার।
তাই বলে কি দেশটাকে তোরা লুটেপুটে করবে ছাই?
আমরা যারা আমজনতা নাই কি মোদের অধিকার?

ধুত্তুরি ছাই, তোর তো দেখি একেবারেই বুদ্ধি নাই।
তাই বলে কি বিবেক বুদ্ধি সবাই বলবে পিছন দরজায় পালিয়ে যাই?
বলতো দেখি, তোদের মত সন্ত্রাসী আর হারামখোর অন্য দেশে কেন নাই?
পুলিশেরা ধর্ষণ করে, চাঁদা না দিলে পুড়িয়ে মারে
বিচারকেরা রায় লিখেন ফ্যসিষ্টদের ধমক শুনে
এ সব খবর কেন আসে এই দেশেতে বারে বারে?

ধুত্তুরি ছাই, কি বলে যে তোকে বুঝাই? এবার কিন্তু রক্ষা নাই!
বাঙ্গালদেরকে শিক্ষা দিতে দাদা আসবে ওপার থেকে
কে তখন রক্ষা করবে দাদাদের আক্রোশ থেকে।

দাদা বলে ও মা দুর্গা একি দেখি, এই জনতা এতই শক্ত
যতই করি ছলচাতুরী হয়না দেখি মোদের ভক্ত।

যতই কর ফাল্তু দম্ভোক্তি কাজ হবে না বলে রাখছি
উন্নতির দোহাই দিয়ে পারবে না মানুষকে ভুলিয়ে রাখতে
ঘুরে এসো একবার শাহবাগ থেকে টঙ্গি রেলস্টেশনে, মধ্যরাতে
গৃহহীন মানুষের ভয়াবহ জীবনের কষ্ট দেখলে
উন্নতি কাকে বলে বুঝতে পারবে বিবেক বলে কিছু থাকলে।

Loading

Comments are closed.