সেচি স্বপ্ন সাগর

রাতের আকাশ জুড়ে বেদুইন তারা জ্বলে
হিয়াপাশে আমি তার একা জেগে রই;
হৃদয়ের কথা যত – বলি তারই সাথে।
তারাগুলো ডুবে যায় তবু চাঁদ জেগে রয়
প্রেয়সী বাতাস আছে আমাদের হাতে।
 
কুয়াশা চাদর মোড়া সময় যাতনা হরা
দূরের সাগরে ভাসে চাঁদিমার মায়া –
প্রণয় সোহাগে স্নাত সলাজ বঁধুয়া।
চাঁদবঁধু জেগে রয় রাতভর কথা কয়
তামস তাড়িয়ে নাড়ে ভোরের কড়া।
 
গৌরাঙ্গ রূপের ছটা অপাঙ্গে ধরে
ডিমের কুসুম ফেটা সোনা-রোদ মুখে
গোলাপী আভায় মিশে ফেরে চাঁদ নীড়ে।
ধারালো ছুরির ফলা চকচকে মাজা থালা
চেতনা মাড়িয়ে নামে দিবাকর সেনা।
 
সপ্রতিভ চাঁদ হায় নিমেষে হারিয়ে যায়
সাগর বঁধুয়া কাঁদে বিঁধুয়ার শোকে
আমি তবে আরবার পাড়ি দেই নির্ঝর
দিল-বাহারী স্বপ্নকণায় ধানের শীষে
পরম আশায় আজো; সেচি স্বপ্ন সাগর।

Loading

অনিরুদ্ধ বুলবুল

About অনিরুদ্ধ বুলবুল

ব্যক্তির সমষ্টিই সমাজ। আমি সেই সমাজেরই অংশ। যে সমাজে বাস করছি সেই সমাজের উন্নয়ন আমার স্বপ্ন। সমাজের যেকোন অনিয়ম অসংগতি আমাকে খুব কষ্ট দেয়। ইচ্ছা হয়; সুযোগ পেলে সমাজটাকে বদলিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তুলি। সমাজের প্রতি সেই দায়বদ্ধতা থেকেই নিজের কিছু ইচ্ছা, অভিপ্রায় ও মতামত উপস্থাপন করে সমমনা পাঠকেদের সাথে তা শেয়ার করার মানসে মাঝে মাঝে কিছু লিখি। তাতে সমাজের সামান্যতম উপকার হলেও নিজেকে ধন্য মনে করি।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *