খালি ঘরে একা

অনেক আশায় বেঁধেছি ঘর

থাকবো তোমায় নিয়ে

নিশিদিন একা ভরে দেবো মন

হৃদয় আকুতি দিয়ে ।

 

হাওয়ায় চড়ে আসবে তুমি

আমার শুন্য ঘরে

তোমার সুরত ছড়াবে আলো

হাজার বছর ধরে ।

 

আমরণ আমি কইবো কথা

হৃদয়ে দেবো গো ঠাঁই

থাকবে না বাধা বিপদ আপদ

থাকবে শুধুই প্রেম রোশনাই ।

 

শান্ত সাগরে এটম ফেলে

সরে গেছো দূরে বহু দূরে

স্বপ্ন বাসর ভেঙ্গেছে তাই

বেদনার সুরে সুরে ।

 

নিঝুম রাতের বাঁশরী যখোন

বাতাসে ছড়ায় কান্নার সুর

চুপিচুপি আমি মজনু তোমার

খুঁজিগো তোমার প্রেমের নূর ।

 

খালি ঘরে একা ব্যাকুল হৃদয়

তোমার দিদার চাই

বিদায় বেলায় দয়ার সাগর

তোমাকেই যেনো পাই ।

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *