সপ্তম পর্ব – আসুন সহজে আরবি শিখি

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيم

আলহাম্দুলিল্লাহ, – “….সহজে আরবি শিখি” টিউটোরিয়াল সিরিজের সপ্তম পর্বে আমরা পৌছাতে সক্ষম হয়েছি।

যারা নতুন পাঠক তাদের জন্য আগের পর্বগুলোর লিংক এ পোষ্টের নিচে দেয়া আছে।
সবাইকে স্বাগতম!

আশা করি গত পর্বে দেয়া অনুশীলন প্রশ্নের উত্তর বাহির করতে সবাই সক্ষম হয়েছেন। যদি কোন প্রশ্ন থাকে জানাবেন।
সে যাক আজকের পর্বে আরবি ক্রিয়া বা Verb তথা فعل নিয়ে আলোচনা শুরু করছি। আমরা জানি ক্রিয়া বা Verb হচ্ছে একটি শব্দ যা দিয়ে কোন কাজ করাকে বুঝায় এবং কাজটি অতীতে না বর্তমানে বা ভবিষ্যতে করা হয়েছিল বা হচ্ছে তা বুঝাতে ব্যবহার হয়। আরবি ব্যাকরণে Verb বা ক্রিয়াকে فعل বলে তবে এ বিষয়ের আলোচনা একটু জটিল মনে হতে পারে অনেকের কাছে। এ জন্য প্রথমেই নিচের কয়েকটি বিষয় জেনে রাখা ভাল।

১) আরবি ব্যাকরণবিদরা ক্রিয়া বা فعل (Verb) কে প্রধানত দুভাগে অর্থাৎ অতীত এবং বর্তমান কালে বিভক্ত করে আলোচনা শুরু করেন। ভবিষ্যৎ কালের ক্রিয়া বর্তমান কালের সাথে আলোচনায় আসে এবং প্রতিটি ক্রিয়া (Verb)কে অতীত কাল ও সে পুংলিঙ্গের কর্ম বলে ব্যাকরণে প্রকাশ করা হয় যেমন “ফালা” সে করেছিল। অন্য কথায় “to do” বা “to write” বলে Verb নিয়ে আরবি ব্যাকরণে আলোচনা শুরু করা হয় না যেমন আমার ইংরেজিতে করে থাকি।

২) فعل (Verb) যেমন কখন বা কোন কালে সম্পন্ন হচ্ছে বুঝাতে শব্দের পরিবর্তন করা হয় তেমনি কাজটি কে করছে তার ভিত্তিতেও শব্দটির চেহারায় شكل এ কিছু পরিবর্তন আসে যা নিচের তালিকার উদাহরণে দেখা যাচ্ছে। ব্যাপারটি বুঝতে ইংরেজি উদাহরণ দিয়ে শুরু করি (Present Tense: He writes, She writes, এই ক্রিয়াটি আমি, তুমি, আমরা, ইত্যাদি সর্বনাম দিয়ে অতীতে করা হয়েছে বলে বুঝাতে Past tense এ লিখব
He wrote.
She wrote.
You wrote.
They wrote.
We wrote.
এখানে লক্ষ্য করুন verb – wrote এর কিন্তু কোন পরিবর্তন নাই সবার বেলায় wrote লিখা হচ্ছে। আরবিতে কিন্তু সেটি এভাবে থাকে না।

৩) আরবিতে প্রতিটি فعل (Verb)শব্দ বাহির হয় বা নির্গত হয় সাধারণত তিনটি শিকড় অক্ষর থেকে এবং এই শিকড় অক্ষরের একটু এদিক সেদিক তথা সামান্য পরিবর্তনে সে ক্রিয়া কে করছে বা কখন হয়েছে, তা প্রকাশ করা হয়। আর এ প্রক্রিয়া যে নিয়ম অনুসরণ হয় তা আমাদেরকে শিখতে হবে। নিচে সে নমুনা বা প্যাটার্নের উদাহরণ দেয়া হল  فَعَلَ (Verb) দিয়ে সেটা অন্য যে কোন (Verb) এর বেলায় অনুসরণ করতে হবে। সে জন্য এই তালিকা মুখস্থ করতে হবে।

আরবি ক্রিয়া সম্মিলন -Arabic verb conjugations

উপরের প্যাটার্ন অনুসরণ করে আরেকটি উদাহরণ
 দেয়া যায় লিখা كتب – يكتب (to write verb দিয়ে
Plural বহু বচন
Dual দ্বৈত বচন
Singular এক বচন
Gender
كَتَبُوا katabū
কাতাবু
they (masc.) wrote
كَتَبَا  katabā
কাতাবাআ
 kataba كَتَبَ
কাতাবা
He wrote
3rd Person
هُوَ He
Katabna كَتَبْنَ
কাতাবানা
they (fem.) wrote
Katabatā كَتَبَتَا
কাতাবাতা
they (fem.) wrote
 
كتبت    Katabath
কাতাবাত

She wrote
 
 
هي She
كَتَبْتُمْ
কাতাবতুম
You all (masc.) wrote
 
كتبتما (katabtuma) কাতাব্ তুমা
You 2 (masc.) wrote
كتبتَ (katabta)
কাতাব্ তা
2nd Person
انت
كَتَبْتُنَّ  katabtunna
কাতাবতুন্না
كتبتما (Katabtuma)
কাতাব্ তুমা
You 2 (F) wrote
Katabti كَتَبْتِ
কাতাব্ তি
You  (F) wrote
انتِ
كَتَبْنَا katabnā
কাতাব্ না
we wrote (M
كَتَبْنَا katabnā
কাতাব্ না
we wrote (M)
كَتَبْتُ Katabtu
কাতাব্ তু
I wrote (M)
1st Person
انا
كَتَبْنَا  katabna
কাতাব্ না
we wrote (F)
كَتَبْنَا  katabna
কাতাব্ না
we wrote (F)
كَتَبْتُ Katabtu
কাতাব্ তু
I wrote (F)
انا

আরবি ব্যাকরণে فعل (Verb) নিয়ে আলোচনায় উপরোক্ত বিষয়গুলো মনে রাখতে হবে।অতএব, আমরা জানতে পারলাম فعل বিভিন্ন আকৃতিতে প্রকাশ পায়।

আজকের পর্বে শুধু فعل ماضِ তথা অতীত Past Tense  নিয়ে আলোচনা করার চেষ্টা সংক্ষেপে আলোচনা করলাম। পবের পর্বে বর্তমান ও ভবিষ্যত কাল নিয়ে আলেআচনা হবে।

পরিশেষ, নিচের দুটি ভিডিওটি শুনলে ব্যাপারটি আরো পরিষ্কার হবে।


যাবার আগে চেষ্টা করেন নিচের
১) جَهَبَ  ২) اَكَلَ দুটি ক্রীয়াকে আরবি ক্রিয়া সম্মিলন -Arabic verb conjugations করতে।

আরেকটি অনুশীলন কুরআন শরিফের ১৭ পারায় সব কয়টি অতীত কাল /Past Tense এর ক্রীয়া শব্দগুলোর তালিকা করে verb conjugations করতে।
আশা করি শব্দগুলো কোন লিঙ্গ কোন বচন, শিকড় অক্ষর এবং অর্থ কি বাহির করতে পারবেন। আরবি অভিধানের লিংক এখানে পাবেন এটি ডাউনলোড করে রাখেন আরবি শিখতে কাজে  লাগবে।

**********************************************************
৮ম পর্ব আসছে >>>

আগের পর্বের লিংক:

 

Comments are closed.