নতুন বই প্রকাশ- প্যারেন্টিং সিরিজ ১- প্যারেন্টিং এর মূলনীতি

সন্তান লালন-পালন এবং সন্তানের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রতিটি পিতা-মাতারই থাকে আকাশ ছোঁয়া আকাঙ্খা। কিন্তু সেই আকাঙ্খার বিপরীতে বেশীর ভাগ ক্ষেত্রেই সময়োপযোগী, সুষ্ঠ এবং সুন্দর পরিকল্পনার অভাব থেকে যায়। যুগের পরিবর্তন ঘটেছে আমূল, কিন্তু সাধারণত সন্তান লালন পালনের সার্বিক বিষয়গুলো অনেকটা গৎবাধা প্রথাগত নিয়মে পরিচালিত হচ্ছে। ফলে বর্তমানের অনেক পিতামাতাই সন্তান লালন-পালন করতে গিয়ে নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখী হচ্ছেন। পিতা-মাতাদের আগে থেকেই যদি শিশু প্রতিপালনের জ্ঞান ও কলাকৌশল জানা থাকে তবে তারা তাদের সন্তানদেরকে আরো বেশী কার্যকরী পন্থায় লালন-পালন করতে সক্ষম হবেন।

বর্তমানের এই যুগ চাহিদাকে সামনে রেখে শিশুদের লালন পালনের প্রয়োজনীয় বিষয়গুলো একজন শিক্ষকের দৃষ্টিকোণ থেকে তুলে ধরার প্রয়াসেই এই বই লেখা। এটি একটি প্যারেন্টিং সিরিজ যাতে থাকবে ধারাবাহিক কয়েকটি পর্ব। বাবা-মায়ের সুবিধার্থে এক একটি পর্বে এক একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। এই সিরিজের প্রথম পর্বে প্যারেন্টিং এর মূলনীতিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রতিটি গাছেরই ফুল-ফল ধরার
প্রচুর সম্ভাবনা থাকে
মালির যত্নের ওপর নির্ভর করে
সেটা আদৌ বাঁচবে
নাকি কোনোমতে বাঁচবে
নাকি ফুলে-ফলে ভরিয়ে দেবে?

– আসুন সন্তান প্রতিপালনে যত্নবান হই।

যারা প্যারেন্টিং বইটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা যেভাবে বইটি পেতে পারেন –

১. অনলাইনে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যোগাযোগ করুন
বাহালুল বুকস (ফোন ০১৫৩৪১২৭০১৩) বা
তারিক জোন (01717046990)
https://www.facebook.com/bahalul.boighor
http://tariqzone.com/Parenting-Er-Mulniti

২. ঢাকা বুকস্টোর থেকে সংগ্রহ করতে পারেন-

সানজানা লাইব্রেরী
প্রধান শাখা –
১৫/৪, ব্লক – সি, তাজমহল রোড, মোহাম্মদপুর , ঢাকা ১২০৭
(মোহাম্মদপুর শিয়া মসজিদের কাছে।)
ফোন : ৯১১৬১১২
মোবাইল: 01819435491
২য় শাখা – বাড়ী নং -২৫, রোড নং -১০,
পিসি কালচার হাউজিং সোসাইটি,
শেখেরটেক মসজিদ মার্কেটের দক্ষিণ পাশে
আদাবর, ঢাকা
মোবাইল: 01956044704

কাটাবন বুক কর্নার
কাটাবন মসজিদ মেইনগেট
এলিফেন্ট রোড
ঢাকা

সুন্দর হোক আপনার সন্তান,
সমৃদ্ধ হোক নতুন প্রজন্ম।

Comments are closed.