যাবার ঠিকানা

অবাধ হাওয়া মাঝ রাতে

নেশায় বিভোর

চালকের বুকে ঢেউ তোলে

সরাৎ সরাৎ ।

 

রসিক চালক চোখ বুজে

নীলিমায় খোঁজে বলাকা যুগল

ব্রেক ছিড়ে যায় ।

গন্ডা গন্ডা মৃত দেহ

রাস্তার ধারে প্রহর কাটায় বেলা যায় ।

 

হাত পা ছড়িয়ে

পড়ে থাকে লাশ সারি সারি

কোথায় যে বাড়ি কোথায় যে ঘর

কোথায় বাবা মা দারা পুত্র পরিবার

জানে না তো কেউ যাবার ঠিকানা ।

 

পড়ে থাকে লাশ গন্ধ ছড়ায়

উপবাসী কাক বেওয়ারিশ কুকুর

দিনমান খায় লিল্লা জেফত বেলা যায় ।

 

শুকিয়ে যাওয়া শেয়াল বধুরা

শাড়ির আঁচলে তুলে নেয়

তাদের হিস্যা রাত যায় ।

 

অচেনা মাটিতে দিন যায় রাত যায়

বন্যার তোড়ে ভেসে যায় হাড় গোড়

আউলা বাতাসে মিশে যায় নাম ধাম পরিচয় ।

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *