পৃথিবীর একমাত্র সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি

আসুন, শুনি পৃথিবীর একমাত্র সর্বোচ্চ প্রভাবশালী এক ব্যক্তিত্বকে কিভাবে মূল্যায়ন করেন এ যুগের প্রখ্যাত ব্যক্তিরা?

[youtube]http://www.youtube.com/watch?v=ODrw4LOl2wA[/youtube]

Loading


Comments

পৃথিবীর একমাত্র সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি — 2 Comments

  1. ধন্যবাদ আপনাকেও সে মহান ব্যক্তি সম্পর্কে কিছু বলার জন্য। আপনার হতাশার সঙ্গে সহমত হতে চাই তবে “নিজেদের দীনতা, নীচুতা, অপদার্থতা মিশ্রিত” এই বর্তমান অনুসারীদেরকে “মহান” বলা কি যায়? কম্পিউটারের ভাষা্য় বলতে চাই আসলেই আজ সময় এসেছে চিন্তা করার,যারা সেই মহান ব্যক্তির জিবন আদর্শকে কপি করার দাবী করেন তাঁরা কি তা নিজেদের জিবনে সে কপির সঠিক ফাইল পেইষ্ট করছেন না ভাইরাস মিশ্রিত এক ভুল কপি? একটা গল্প মনে পড়ল, একবার জন নামের এক লোক কোন এক মটিভেশনাল স্পিকারের স্পিচ শুনতে গিয়েছিল বক্তৃতার এক পর্যায়ে সে বক্তা হল ভর্তি হাজারো শ্রোতার সামনে যখন বললেন “একদিন আমার স্ত্রীকে আমি বলেছি যে বিয়ের আগে আমার জিবনের অনেক সময় কেটেছে এক মহিলার কোলে তার ভালবাসার তুলনা হয়না” সবাই যখন ভাবছে লোকটা বলে কি? তার পর কিছুক্ষন থেমে অর্থাৎ কয়েক মুহুর্ত নিরবতার পর গলার আওযাজ উচু করে যখন সে বল্ল “ঐ মহিলা ছিলেন আমার মা” তখন সবাই হাত তালি দিয়ে মুখরিত করল পুরা অডিটরিয়াম। জনের কাছে সে লোকের এই কথাটা খুবই ভাল লাগল। সে বাড়ীতে গিয়ে রান্না ঘরে বৌয়ের সামনে গিয়ে সেই স্পিকারের মত বলল “শুন তোমার সঙ্গে আমার বিয়ের বিয়ের আগে আমার জিবনের অনেক সময় কেটেছে এক মহিলার কোলে তার ভালবাসার তুলনা হয়না” এখন এই কথা বলার পর সেই বক্তা পরবর্তী বাক্যটা ঠিক কি ভাবে বলেছিল তা মনে হচ্ছিলনা! সে প্রচেষ্টায় যখন ঘাড় ফিরালো পিছন থেকে বৌ ততক্ষনে ফ্রাই প্যন দিয়ে মাথার উপর দিল জোরে এক বাড়ি! জন মিঞা মেজেতে কাত!”
    আজকাল মুসলিমদের অবস্থাও অনেকটা সে রকম।
    এজন্যই বলা হয় Don’t copy if you can not paste it right”
    ভাল থাকেন।

  2. তাঁর মহান গুণের মধ্যে এটিও ছিল যে তিনি যা বলেছেন তাই কার্যত করেছেন। তাঁর জীবন ছিল সরল, সহজ, পরকালমুখী। তাঁর জীবন কাহিনী যতবারই পড়া যায়, ততবারই নতুন নতুন জ্ঞানের দিগন্ত মনের জগতে এসে দেখা দেয়। তাঁর আর তাঁর মহান অনুসারীদের দিকে যতই তাকানো যায়, নিজেদের দীনতা, নীচুতা, অপদার্থতা ততই যেন বিদগ্ধ করতে থাকে।

    আরেকটি ভাল ভিডিও উপহার দিয়েছেন। ধন্যবাদ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *