নিশান

স্বাধীনতা তুমি দিয়েছ একটি সার্বভৌম দেশ
কিশোর কিশোরীর মুখের হাসি দুলিয়ে লম্বা কেশ
পরাধীনতার কবল থেকে তুমি দিয়েছ মুক্তি
তোমার জন্য যাথার্থ নয় কোন উপমা উক্তি।

স্বাধীনতা তুমি দিয়েছ একটি লাল সবুজের নিশান
উচ্চস্বরে গান গেয়ে ওঠে আমার দেশের কিষান
তোমার সাথে নেই আমাদের কোন আড়ি
তোমার জন্য সতেজ হয়েছে ভাটিয়ারি, জারি সারি।

স্বাধীনতা অত্যন্ত পবিত্র তোমার সত্ত্বা
তোমার বুকেই ঘটে চলেছে নর নারী হত্যা
তুমি আমাদের কথা দিয়েছিলে ফিরিয়ে দিবে সুখ
তোমার বুকে দাঙ্গা হাঙ্গামা লজ্জায় ঢাকি মুখ।

স্বাধীনতা তুমি দেখিয়েছিলে আমাদের অনেক আশা
স্বপ্নের ঘোরে বেধেছিল কত সুখ দুঃখের বাসা
পৃথিবীর বুকে তুমি আমাদের দিয়েছ একটি আসন
তোমার বুকেই কেড়ে নেওয়া হয় বস্ত্র, বাটী আর বাসন।

স্বাধীনতা তোমার অনুপ্রেরণা আমাদের কত পণ
রক্ত মাংসের মানুষ ভরা নেই কারো ভাল মন
শান্তির তরে জনতার শপথ সাঙ্গ তোমার সনে
তুমি অনেক পুরনো এখন থাকে না কারো মনে।

স্বাধীনতা তুমি কথা দিয়েছিলে করবে আমাদের মুক্ত
বলতে পার তবে কেন জীবন হতাশা বেদনা যুক্ত
তোমার সাধনায় প্রান দিয়েছে দেশের অগনিত বীর
বাসনা তাদের সদা উচ্চ উচ্চ তাদের শীর।

স্বাধীনতা তুমি দিতে চেয়েছিলে মানুষের মুখে অন্ন
বড়শির টোপে সভ্যতা গিলে মানুষ হয়েছে বন্য
তোমার কত পোড় খাওয়া ছিল নারী অধিকারের জন্য
মর্যাদাহীন তারা এখন বাজারজাত পণ্য।

স্বাধীনতা তুমি তোমার সাথেই যত মান অভিমান
তোমার জন্যই বায়না করেছি দেহের তাজা প্রান
সত্যিকারের স্বাধীনতা তুমি অধরাই রয়ে গেলে
বলবে তুমি সত্যিকারের স্বাধীনতা কিভাবে মেলে।

Loading

About মিনহাজ আল হেলাল

ছুটে চলেছি শন্তির সন্ধানে দিক দিগন্তে, খুজে চলেছি মানবতা পথ থেকে পথে..................... হেলসিংকি, ফিনল্যান্ড

Comments

নিশান — 2 Comments

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *