নব্য ফেরাউন

নীলনদ ডেকে বলে ওহে ফেরাউন, 

সেজেগুজে চলে আসো পরিয়া গাউন।  

নিপীড়ন নির্যাতন করিয়াছো কত,    

খোদার বান্দারে তুমি করিয়াছো হত।   

অবিচার অনাচার দূরাচার যত    

রাখোনি বাদ কিছু জনমের মত।  

যুগ যুগ ধরে কত মারিয়াছো তারে,  

খোদার আরশ কাঁপে ভয়ে থরে থরে।

কত গুম কত খুন কত অত্যাচার,

সয়েছে খোদার বান্দা নিত্য ব্যভিচার।    

কত আর সহে প্রভু জুলুম তোমার,   

নীলনদে আদেশিল ভঞ্জিতে আচার।       

লাঞ্ছনা গঞ্জনা কত কলঙ্গ ভয়াল,

কিছুই রাখোনি বাকী অহম কাঙ্গাল।     

ফেরাউন কি ডরিতো মুসার খোদায়,  

তাহলে কি ডুবিতো সে নীল দরিয়ায়?   

বর্তমান ফেরাউন জানে সব কথা,  

তবুও নেয় না শিক্ষা গরজে অযথা।

**********************************
ইয়াকুব সিদ্দিকী

৩১ পপি প্লেস, স্কারবোরো, টরন্টো , কানাডা । ডিসেম্বর ২৯, ২০২৩                           

Loading


মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *