ত্রিপুরা চীনে অবস্তিত !!!

সম্প্রতি সবিতা গুপ্ত নয়া দিল্লীর মেয়র নির্বাচিত হয়েছেন । তিনি প্রগতিশীল আদর্শের অনুসারী । নির্বাচিত জনগনের প্রতিনিধি হিসেবে জনগনের ভালো-মন্দ সুখ দু:খ জানার জন্য সপ্তাহে দু-দিন প্রত্যক্ষ ভাবে আলাপ-আলোচনার জন্য ধার্য্য করে রেখেছেন । তেমনি এক পর্যায়ে মোংগলীয়ান আদলের এক যুবতী মেয়রের কক্ষে প্রবেশ করলে ,তিনি প্রশ্ন করেন, তুমি কি চীনা বংশোদভূত .?
যুবতী উওরে বলল…জি না ম্যাডাম আমি ত্রিপুরার ,ত্রিপুরায় আমার জন্ম । মেয়র আবারও প্রশ্ন করেন , ত্র্রিপুরা তো চীনে অবস্তিত ?
ভারত বিশাল দেশ , কর্তা ব্যাক্তিদের, এমন অনেকেই জানেন না যে ভারতে কতটি রাজ্য আছে এবং এগুলোর নাম কি ! ( তথ্য সংগৃহীত, মিলিনিয়াম পোষ্ট ,ভারত )

Loading


Comments

ত্রিপুরা চীনে অবস্তিত !!! — 8 Comments

    • জী…। আমি নয় , দিল্লীর মেয়র…বলছেন ।

  1. আমি মধ্যপ্রাচ্যে দেখেছি , অনেক ভারতীয় আছেন যারা বাংলাদেশ কোথায় অবস্থিত তা জানেনা। তাদের কেউ কেউ আবার ভারতও পাকিস্থানের মধ্যস্থলে বাংলাদেশ অবস্থিত বলে জানেন। তবে আগে যে পাকিস্থানের সাথে ছিল এখন স্বাধীন হয়েছে তা জানেন।

  2. ত্রিপুরা যখন কোথায় জানা নেই, তখন চীন দেশ ত্রিপুরাতে অবস্থিত বলতে পারা যাবে না কেন? যে কোন কিছুই তো বলা যায়। 😀

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *