জীবন

কানে কানাকানির কথা আসিতেছে ভাসি

চেতনা প্রবাহের চঞ্চালতা জড়ালো মাথায়,

উম্মাদ অঙ্গে তরঙ্গিয়া শিরার তন্ত্রে

জীবনের মর্মান্তিক নীরবতা ভেসে আসে নিমিশেই

 

বিচ্ছিন্ন দুএকটি ঘটনার দমকা হায়ায়

জীবন ছড়িয়ে ছিটিয়ে গেলে ভেঙে পড়ে না,

ভাঙা গড়া নিয়েই তো সবার জীবন

দশজন মানুষের মতো আমি দোষক্রটি মুক্ত নই

 

মন্দগতি যতক্ষণ থাকবে প্রাণে

দুঃখ, ব্যাথা, কষ্টের জীবনে আসিবে আধাঁর,

দিন গড়িয়ে সন্ধ্যা আসিলে

কত কি পড়িবে মনে অশ্রুজলে হৃদয়কূলে

 

অনেকগুলো দিন, অথচ মনে হয় এই তো সেদিন

হাফশার্ট, হাফপ্যান্ট কাধে ব্যাগ ছোট্ট বালক,

শৈশবে বস্ত্রছাড়া শরীরে ঘুরে বেড়ানো

আর ভীষন দুষ্টুমিতে মায়ের হাতের বেতাঘাত

 

ভালবাসার নারী যখন এসেছে আমার পৃথিবীতে

প্রতিটি নারীর প্রেমই আমার প্রথম প্রেম,

শেষ বলে হয়নি শেষ কোন মূহুর্তে

ভুলের মাঝেই বোঝাবুঝি বাস্তব জীবনে

 

আমার ক্ষুধা যত জীবনের শেষ প্রান্তে

একাকি বসি আজ নিদ্রাহীন চোখে,

সমস্ত জগৎ তৃপ্তিহীন, শ্রান্তিহীন

নিরব চোখে বৃথা শোকে রয়েছি বসি

 

ধীরে ধীরে সন্ধ্যা আসিবে হবে দেখা তার

নির্বাক নিরব আখি পূর্ণ অশ্রু ছলছল,

লক্ষ কোটি জনের চেয়ে ভারি মৃত্যু যুদ্ধ

কেহ তাহা জানে না জগতে বসে থাকি

এক মূহুর্তের তরে জীবনের ভুল ভ্রান্তি যাবে চুকে

Loading


Comments

জীবন — 4 Comments

  1. ভাল লেগেছে। ধন্যবাদ জানাই সুন্দর এ কবিতাটা লিখার জন্য!

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *