কিছু ছবি…. ভালো লাগলে আওয়াজ দিয়েন

এই দুনিয়াতে সবাই একরকম না। সেই এই পৃথিবীর জন্য উপযুক্ত, যে সঠিক মানুষের সাথে সঠিক ব্যবহার করতে পারে। সঠিক ব্যবহার মানে কিন্তু ভালো ব্যবহার নয়, আবার খারাপ ব্যবহারও নয়। এক কথায়, “যে দেশে যে ভাও, উল্টা কইরা নাও বাও।”

আমাদের আশে পাশে কিছু মানুষ আছে, যারা ভাবে যে, আমার চেয়ে ভালো আর আমার চেয়ে বেশি কেউ জানে না বা বুঝে না। এদের থেকে দূরে থাকুন। কারন এদের পরিনতি ঠিক এমনই হয়।

আলেকজান্ডার গ্রাহাম বেলের এই কথাটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলেই আমাদের সচেতন হওয়া উচিৎ।

বড় বড় ভুলের কারনে বড় কন ড্যামেজ হয় না, কিন্তু ছোট ছোট ভুলের জন্য অনেক বড় সমস্যা হয়ে যায় প্রায়শই। তাই ছোট ছোট কিছু ব্যাপার আমাদের খুব বেশি নজর রাখা প্রয়োজন।

যে কোন কাজের জন্যই প্রস্তুতির প্রয়োজন হয়। কারন প্রস্তুতি ব্যর্থতা মানে ব্যর্থতার প্রস্তুতি।

সবাই সুস্থ এবং ভালো থাকুন।

Loading

About আলইমরান

আমি খুব সাধারন একটা ছেলে। বন্ধুরা স্বপ্নবাজ বলে ডাকে। আমি প্রচণ্ড আড্ডাবাজ এবং স্বাধীনতা খুব বেশী পছন্দ করি। মুসলমান হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশ এর নাগরিক এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অহংকার বোধ করি। ভালোবাসি "মা" কে, ভালবাসি দেশ কে।

Comments

কিছু ছবি…. ভালো লাগলে আওয়াজ দিয়েন — 3 Comments

  1. সংলাপব্লগে স্বাগতম! {49}
    ছবির সঙ্গে কথা গুলা একেবারে টু দি পয়েন্ট!
    আওয়াজ দিলাম ভাল লেগেছে।
    আপনিও ভাল থাকুন।

  2. “আমাদের আশে পাশে কিছু মানুষ আছে, যারা ভাবে যে, আমার চেয়ে ভালো আর আমার চেয়ে বেশি কেউ জানে না বা বুঝে না। ”

    নির্ভেজাল কথা। ভাল লেগেছে।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *