কানাডার মুসলিম প্রজন্মের এক অনুপম প্রচেষ্টা

 ইসলামী উদ্দীপনা পুনর্জাগরন কনভেনশন,(RIS)পশ্চিমা বিশ্বের বৃহত্তম  ইসলামী সম্মেলনের অন্যতম আয়োজন । আমি গত কয়েক বছর ধরে কনভেনশন অংশগ্রহণ করে যাচ্ছি। ইসলামী উদ্দীপনা পুনর্জাগরন কনভেনশন, (RIS) প্রথম শুরু হয় ২০০৩ সালে  থেকে 9/11 পরের  ইসলাম ও মুসলমানদের উপর নেতিবাচক প্রতিক্রিয়া মোকাবেলা এবং অমুসলিমদের সাথে বোঝার একটি সেতু নির্মাণ করতে। এ বছরের সম্মেলন অনুষ্ঠিত হয় কানাডার বৃহত্তম শহর টরন্টো শহরের প্রাণ কেন্দ্র মেট্র টরন্টো কনভেনশন সেন্টারে। সম্মেলন চলবে তিন দিন ধরে (ডিসেম্ভর ২৭,২৮ এবং ২৯, ২০১৩)। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিখ্যাত ইসলামী স্কলাররা আসেন বক্তব্য রাখতে। এ সম্মেলনকে পশ্চিমা বিশ্বের মুসলিম নূতন প্রজন্মের তরুণ তরুণীদের আয়োজিত একটি অনুপম প্রচেষ্টা বলা চলে। একজন মুসলিম হিসাবে কি ভাবে তার নিজস্ব বিশ্বাস ও ঈমানের মূল শিক্ষাকে ধারণ করে এবং সে আদর্শ তোলে ধরে বিশেষ করে পশ্চিমা বিশ্বের বৃহত্তর বাস্তব বস্তুতান্ত্রিক পরিবেশের সমাজ ব্যবস্থায় চলা যায় এবং  কিভাবে এ সমাজের বৃহত্তর জন-গুষ্টির সাথে যোগাযোগ রেখে এ সব দেশে শান্তিপূর্ণভাবে বাস করতে গিয়ে নিজস্ব অধিকার ও সম্মান অর্জনের নতুন চ্যালেঞ্জ অতিক্রম করা যায় সে ব্যাপারে দিকনির্দেশনা অর্জনের সাহায্য করাই মূলত এ কনভেনশনের লক্ষ্য থাকে। তাছাড়া সম্মেলনের উদ্দেশ্য উত্তর আমেরিকান সোসাইটিতে সুদৃঢ় শক্তিশালী বন্ধন উন্নীত করে মুসলিমদের সম্মান অর্জনের মাধ্যমে ইসলামী শিক্ষা, সহনশীলতা এবং অন্তর্দর্শন, সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখা যায়। এবারের সম্মেলনের থিম ছিল “আমাদের অবস্থার পরিবর্তন” শুক্রবারে  সেশনের আধুনিক পশচিমা বিশ্বের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ তারেক রামাদান বলেন, “মুসলিম হিসাবে, আমরা নিজেদেরকে মুক্ত করা কর্তব্য, “আমি এ বিষয়ের অর্থ বুঝার নিমিত্তে একটি জিহাদ জন্য আহ্বান করছি, ইসলামের আসল  বিষয়ের অর্থের সাথে আমাদেরকে রিকন্সিয়্যাল/বুঝাপড়া তথা  মিটমাট করার প্রয়োজন আছে। তারেক রামাদান যাকে শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একশত সংস্কারকদের (innovators) এক জন হিসাবে টাইম ম্যাগাজিন উল্লেখ করেছে যিনি বিশেষত তরুণ ইউরোপীয় এবং আমেরিকান মুসলিমদের মাঝে নেতৃস্থানীয় মুসলিম স্কলার হিসাবে সম্মানের আসনে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। তার মতে “আমরা স্নেহ এবং ভালবাসার একটি দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছি, ডাঃ রমাদান উপস্থিত শ্রোতাদেরকে বলেন. “জ্ঞান আপনার মনের শক্তি আর প্রেম ভালবাসা  আপনার হৃদয়ের শক্তি.” এবছরের সম্মেলনে ইংরেজি ভাষী বিশ্বের সবচেয়ে সুপরিচিত মুসলিম ব্যক্তিত্বের অনেকেই এসেছেন যেমন, ডঃ নাসের হোসেন, হাবিব আলী আল জিফরি, রাষ্ট্রদূত সাহবাজ (ম্যল্কম এক্স কন্যা) অধ্যাপক তারিক রামাদান, শেখ হামজা ইউসুফ, ইমাম যায়েদ শাকের, ইমাম শোহেব ওয়েব, উস্তাদ নোমান আলী খান ও ইয়াসমিন মোগাদ।

বি:দ্র:
শেখ হামজা ইউসুফের বক্তৃতার কিছু অংশ

Loading


মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *