কবিতার কড়চা

কবিতার কড়চা

ভাষাহীন আকুলতায় কবিতা সাজাও
কিছু তার গান নিয়ে সুর জুড়ে দাও
আর কিছু ভুল যদি মালায় গাঁথো
অনিমেষ চোখে তবে আমায় দেখো
মরিচিকা খুঁজে মন হাত বাড়াবেই
ওই মন জানালায় ভাবগুলো আসে যায়
নিদহারা দু’টি চোখ, ভাবে ঘোর উন্মুখ
সিন্ধুর বিন্দুতে আমায় দেখো।

আলোছায়া মোড়া যত আবেগের সুর
রাঙাতে মনের ভূবন মাধুরী বকুলে
সহজ কথার শিখা পায়না প্রকাশ
বিটোফিন সুরে কিবা মরমীয়া গানে।
সরস্বতি’ কাছে মোর এই আরাধনা;
ধন নয় মান নয় যেন কবি বনা যায়।
ধ্যানে রত দিনরাত আনি ভাব কবিতার
সৃষ্টিতে জুড়েছি যা দেখো তার সবই ধার।

আবেগের ভারে নু’য়ে ফাঁটে যার বুক
ফোটেনা তো মুখ তার অবাধ্য ব্যথায়
অবোধ ভাষারা খুঁজে পায়না কো পথ
মিটেনা কখনো সে’ প্রকাশের তৃষা: তাই,
রঙ মেখে কেঁচোগুলো ভাসালাম পর্দায়
গান কি না কাব্য তা; সৃষ্টিটা বুঝা ভার।
হাত নেই পা নেই তবু যেন কিভাবে
ছবি এরা এঁকে চলে, ফুটে উঠে কবিতা!

বিনীত কৈফিয়তঃ কবি বন্ধুরা যেন মনঃক্ষুন্ন হবেন না।
এখানে একান্তই নিজের অভিব্যাক্তি তুলে ধরেছি।

Loading

অনিরুদ্ধ বুলবুল

About অনিরুদ্ধ বুলবুল

ব্যক্তির সমষ্টিই সমাজ। আমি সেই সমাজেরই অংশ। যে সমাজে বাস করছি সেই সমাজের উন্নয়ন আমার স্বপ্ন। সমাজের যেকোন অনিয়ম অসংগতি আমাকে খুব কষ্ট দেয়। ইচ্ছা হয়; সুযোগ পেলে সমাজটাকে বদলিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তুলি। সমাজের প্রতি সেই দায়বদ্ধতা থেকেই নিজের কিছু ইচ্ছা, অভিপ্রায় ও মতামত উপস্থাপন করে সমমনা পাঠকেদের সাথে তা শেয়ার করার মানসে মাঝে মাঝে কিছু লিখি। তাতে সমাজের সামান্যতম উপকার হলেও নিজেকে ধন্য মনে করি।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *