অপ্রচলিত

প্রিয়তমা আর কটাদিন ধৈর্য্য ধরো
পুরোপুরি স্বার্থপর হয়ে উঠতে
আমার আরো কিছুদিন সময় প্রয়োজন ।
দেখো তুমি,তখন আর আমার অন্ধকার ভবিষ্যতের
কথা ভেবে নির্ঘুম রাত কাটাতে হবেনা তোমাকে ।
আর মাত্র কয়েকটা দিন অতঃর,
চাটুকারিতার চমৎকারিত্বে ধন্য ধন্য পড়ে যাবে৷
আমার দুচোখে থাকবে তখন
চটুল নির্লজ্জ্যের পর্দা অভেদ্য মানবতার ।
আমি অন্যের গ্রাস কেড়ে খাওয়াও শিখে যাবো।
আর বুড়িগঙ্গার জলে ভাসিয়ে দেবো
দয়া,মনুষত্য,প্রেম নামের ঠুনকো অনুভুতিদের।
শোষিতের জন্য আর প্রতিবাদি হবনা কখনো
অট্বহাসি হাসবো শ্বাপদের মত দাত কেলিয়ে,
যদি দেখি কেউ কষ্টে হতাশায় ম্রিয়মান ।
আর সেইসব মানবরুপী জন্তুদের মিছিলেও
জেনো আমি যোগ দিয়ে দেবো,
সদলবলে তুমুল উল্লাসে শুষে খাবো আর্তের খুন।
বড় বেশি অপ্রচলিত হয়ে গেছি
অনেক বেশি নির্বোধ এই সমাজের জন্য……৷
চেয়েছিলাম এই চাটুকারের রাজ্য
থেকে পালিয়ে বাচবো,কিন্তু হলো কই ?
পালিয়ে গিয়েও
আবার পরাজিত হতে হলো সভ্যতার কাছে।
আফসোস হে সভ্যতা!
তুমি সততার পুজাড়ি হতে পারোনি
তুমি আত্বোৎসর্গের দৃষ্টান্ত হতে শেখোনি
তুমি উদ্ভাসিত হতে শেখোনি মানবপ্রেমে…।।
তুমি আলোকে আলো আধার কে আধার
বলতে শেখোনি,তুমি মাথা উচু করে সত্যকে সত্য
বলতে শেখোনি ।
এক লোলুপ কুকুরের মত পা চেটে চেটে তুমি তোমার
বাস্তুসংস্থান করতে শিখেছো শুধু ।


মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *