মৃত বিশ্বাস

যখন তুমি আমার ছিলে
তখন ভাবছি আমি,
তুমি হয়ত হিরে মুক্তা
নয়তো আরও দামি।

তোমায় পাবো স্বপ্ন ছিল
আমার বুকের মাঝে,
তুমি শুধু-তুমিই ছিলে
আমার সকল কাজে।

স্বপ্ন গুলো সপ্ন ছিল
হওনি আমার তুমি,
আজও আমি কান পেতে রই
তোমার ধ্বনি শুনি।

সেই চেনা সুর সেই চেনা ডাক
আজও বাজে বুকে,
আমায় ছেড়ে কেমনে পারো
থাকতে তুমি সুখে?

আমার কোন দোষ ছিলনা
মিছে দুষলে আমায়,
ভালোবাসি ভালোবাসি
আজও প্রিয়া তোমায়।

স্বপ্নে আমি গাইছি কত
ভালবাসার গান,
সুখটি নিয়ে ব্যাথাই দিলে
তোমার প্রতিদান।

স্বপ্ন আমার ভাঙল যখন
পাইনি মনি মুক্তা,
আমি তোমার প’রই ছিলাম
চেনো তুমি সুখটা।

সত্য মায়ার মরম ব্যাথা
বুঝবে কেমনে মিথ্যা?
নিরব থেকেই করেছ রে হায়-
বিশ্বাস মোর হত্যা!!!

১০/০৭/২০১২

Loading


Comments

মৃত বিশ্বাস — 2 Comments

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *