হতে চাই তোর নায়ের মাঝি

দখিনা বাতাসে কান পেতে শোন্

উজান দেশের সুন্দরী বালা

ভাটির দেশের এক কৃষ্ণকলি

হতে চাই তোর নায়ের মাঝি

ছলাৎ ছলাৎ বাইবো নাও ।

 

নাকফুল তোর নাকচাবি

ফুলের গন্ধে মৌ মৌ

বাড়ন্ত দেহ

সোনালী কিলিপ পিঠময়

আলুথালু কেশ ঢেউ তোলা

একা একা আমি পাহাড়া দেবো ।

 

নদী হবো সখি বললে তুই

কুলুকুলু ধ্বনি জন্ম দেবো

মেখে নেবো জল সারাদেহে

উড়বো আকাশে পাখি হয়ে

ফুলের পরাগ ছিটিয়ে দেবো

চাস যদি তুই হবো আমি

দখিনা মলয় শনশন ।

ফলের বাগানে দুপুর বেলা

যাস যদি একা পেড়ে দেবো

জলপাই তুঁত তেতুলের ছড়া

চোখের পলকে পরিয়ে দেবো

স্বর্ণলতার হার ।

কুয়াশা সকালে পুকুর ঘাটে

যাস যদি একা এনে দেবো তোরে

আধো ভেজা রোদ এলোমেলো

পূবালী বাতাস ঝিরঝির বৃষ্টি।

 

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *