সুস্বাস্থ্যের জন্য বেগুনি খাবার

খাবার টেবিল যদি সাজানো থাকে রঙ বেরঙের বাহারি উপাদানের খাবারে তাহলে কেমন লাগবে বলুন তো! একরাশ ক্ষুধা এসে ভর করবে আপনাকে। পেট ও মন চনমনে হয়ে উঠবে সমানতালে। শাক সবজিতে থাকে নানা রঙ। সবুজ, লাল, হলুদ, কমলা, বেগুনি আরো কত কি! সবগুলোর মধ্যে নাকি বেগুনি রঙের খাবারে পুষ্টিগুণ সবচেয়ে বেশি। ব্রিটেনের ন্যশনাল হেলথ্ অ্যান্ড নিউট্রিশন হেলথ স্টাডিজের এক জরিপে জানা যায়, প্রাপ্ত বয়স্কদের জন্য বেগুনি রঙের খাদ্য উপাদান খুব গুরুত্বপূর্ণ। যারা বেগুনি রঙের খাবার নিয়মিত গ্রহণ করেন তাদের শরীরের ওজন বাড়ার আশঙ্কা একদমই কম। শুধু তাই নয়! উচ্চ রক্তচাপ এবং কোলেস্টোরলের মাত্রাও কমায় বেগুনি রঙের খাবার। বেগুনি রঙের খাবারে অ্যান্থোসায়ানিনস নামে একধরনের বর্ণিল খাদ্য উপাদান আছে যা শরীরের ক্যানসারের ঝুঁকি কমাতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহার হয়। এসব নানা উপকারের জন্য বিজ্ঞানীরা বেগুনি রঙা সবজি ও ফলমুল যেমন : বেগুন, বেগুনি আঙুর, ডুমুর, পাম, চেরি, কিসমিস, বেগুনি বাধাকপি ও ফুলকপি নিয়মিত খাবারের মেন্যুতে রাখার পরামর্শ দিয়েছেন। ভোজনরসিক পাঠক জানলেন তো বেগুনি রঙের গুণ! এবার তবে রাঙিয়ে নিন আপনার প্রতিদিনকার খাবারের মেন্যু সেইসঙ্গে ঝলমলে হয়ে উঠুক ডাইনিং টেবিলের রূপ।

      আমার ব্লগে আমন্ত্রন রইল

Loading


Comments

সুস্বাস্থ্যের জন্য বেগুনি খাবার — 5 Comments

  1. Education News আপনার ব্লগ? আপনি তো ভাই এই ব্লগে সেই যে লিখে চলে গেলেন আর দেখাই দিচ্ছেন না?
    তবু প্রয়োজনে Education News পড়তে যাওয়া হবে হয়তো!!!

  2. সমস্যা বাংলাদেশে বেগুন ছাড়া আর কোন ফল আর সবজি আছে বেগুনী রঙ এর?

    • বেগুনী রঙের পুঁই শাক, বেগুনী রঙের শালগম ও মূলা, বেগুনী রঙের পিঁয়াজ! এ ছাড়া আরো কিছু বাংলাদেশে প্রচুর পাওয়া যায়।

  3. বেগুনী রঙের এত গুণ??
    মূল্যবান এ তথ্য জেনে খুশী হলাম, উপকৃতও। তাই জানাই কৃতজ্ঞতা।

    এদিকে একবার যাবেন নাকি বেড়াতে?

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *