রাত এগিয়ে গভীর হলে

রাত এগিয়ে গভীর হলে হাওয়া বেতাল হয়

কল্কির গন্ধে দিশেহারা বাউল

দোতারায় এঁকে যায় জীবনের ছবি । তার

নিজস্ব রমণী প্রেম কামনার বহিৃশিখা একা বিছানায়

পুড়ে পুড়ে ছাই হয় বিচ্ছেদ দহনে ।

 

রাত এগিয়ে গভীর হলে

একদল নেশাখোর যুবক

তড়িঘড়ি ঢুকে পড়ে বাউলের ঘরে

তালে তালে তুলে নেয় একতারা দোতারা

বাউলের জীবন নিজস্ব রমণী ।

 

কামনা কাতর উপবাসী রমণী

ক্ষুধার তাড়নায় কামড়ে দেয় নেশাখোরের কান

ভেসে যায় তার শুকনো চাতাল

প্রেমাক্ত জলে ।

 

চাতাল জুড়ে পড়ে থাকে ধর্ষিতার শাড়ি

ছিন্নভিন্ন সায়া বাউলের কাংখিত ধন ।

 

নগররক্ষী

নগরে কী ছিলো না প্রতিরোধ বেষ্টনী?

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *