বিদ্যা গিজগিজ মাষ্টার / মফিজুল ইসলাম খান

বিদ্যা গিজগিজ মাষ্টার আমি

নামটি আমার বাকী

লেখাপড়া তুচ্ছরে ভাই

ছাত্রকে দেই ফাঁকি ।

 

ইয়া বড়ো গোঁপ আমার

ডিঙ্গি সাইজের ভূরি

ইচ্ছে মতো খেতে পারি

কেউ যদি দেয় মুড়ি ।

 

নাদুস নোদুস বল চেহারা

গোপাল ভাঁড়ের ভাই

চলতে পথে পিছলে পড়ি

কুল কিনারা নাই ।

 

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

Comments

বিদ্যা গিজগিজ মাষ্টার / মফিজুল ইসলাম খান — 2 Comments

  1. ” চলতে পথে পিছলে পড়ি

    কুল কিনারা নাই ”
    হুম এ কেমন হল ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *