দেশে ভিন্নমতের কোন সহাবস্থান নেই।

আজকাল গঠনমূলক সমালোচনা করা ও অনেক কঠিন। দেশের মানুষের মানসিক অবস্থা এখন এমন যে সমালোচনা মানেই বিরুদ্ধপক্ষ। ভিন্নমতের সহাবস্থান নেই বললেই চলে। যে কোন সমালোচনা করবেন তো আপনার অতীত নিয়ে টানাটানি শুরু করে দেয়া হবে। অতীতে আপনি কি ছিলেন, কী করতেন এখন সুশীল সাজতে আসছেন ইত্যাদি ইত্যাদি।

উদাহরন স্বরূপ,

১। আওয়ামীলীগের সমালোচনা করবেন তো আপনি ছাগু, পাকিস্তানের দালাল।
২। বিএনপির সমালোচনা করবেন তো আপনি ভাদা।
৩। শাহবাগের সমাবেশের কোন দুর্বল পয়েন্ট উল্লেখ করবেন তো আপনি দেশদ্রোহী, রাজাকার, পাকি জারজ ।
৪। শাপলা চত্ত্বরের কোন দূর্বল দিক বললেন তো আপনি নাস্তিক, ইসলাম বিদ্বেষী।

কেউ একজন বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলীকার কোন দুর্বল দিকগুলো উল্লেখপুর্বক কোন একটা ব্লগ লিখেছিলেন, তাকে তো রীতিমতোন ধুয়ে দেয়া হলো তিনি পুর্বে কোন ব্রাউজারের পক্ষে দালালি করেছিলেন, তাকে মার্কেটিং এর দায়িত্ব দেয়া হয়নি তাই এই রকম করেছেন এইসব বলে।

আরে ভাই, পিপিলীকা একটা নতুন সার্চ ইঞ্জিন, এটাতে ভুলত্রুটি থাকবেই। ব্যাবহারকারীদের ফিডব্যাক থেকেই তো এটা আরো উন্নত হবে।

Loading


Comments

দেশে ভিন্নমতের কোন সহাবস্থান নেই। — 1 Comment

  1. ভাই,
    সত্যি বলেছেন সহনশীলতা ও সহঅবস্থানের মানসিকতা নাই বললেই চলে!

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *