দিওয়ানা

তুমি যদি পাখি হও
আমি হবো নীলাকাশ
আমার চাতালে তুমি উড়বে স্বাধীন
থাকবে না ভয় ডর থাকবে না বাধা
আমি তখোন কৃষ্ণ তুমি সখী রাধা ।

তুমি যদি বোট হও আমি হবো নদী
তরতর বেগবান ঢেউয়ের তোড়ে
ভেসে যাবে নিরবধি মায়াবী হরিণী
তোমাকে ছোঁবে না কেহ ঘুমের ঘোরে
কেটেকুটে খাবে শুধু আমার দেহ ।

তুমি যদি ফুল হও আমি হবো মালি
লাঠি হাতে নিশিদিন পাহারা দেবো
তোমার সুবাসে রাত হবে উতালা
আমি তখোন মজনু তুমি আমার লায়লা ।

তুমি যদি মেঘ হও আমি হবো মাটি
তোমার চোখের জল ধরবো বুকে
মনের গহীনে তুমি মেলবে পাখা
আমি তখোন বৃক্ষ তুমি আমার শাখা ।

তুমি যদি পাখি হও
আমি হবো নীলাকাশ
আমার হৃদয়ে তুমি বাঁধবে বাসা
থাকবে না ভয় ডর বিজলী চমক
আমি তখোন নিমাই সখী তুমি আমার আশা ।

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *