একটি ইচ্ছাই দেবে শান্তি

অনেক রক্ত ও ত্যগের বিনিময়ে পাওয়া এই দেশকে আমরা মায়ের মত ভালবাসি। আমরা শান্তি ও সমৃদ্ধি চাই। জাতি হিসেবে পৃথীবির বুকে মাথা তুলে দাঁড়াতে চাই । আমাদের সবার চাওয়া এক । আর এই একটি চাওয়াকে পাওয়ায় পরিনত করতে একটি ইচ্ছাই যথেষ্ট।
■স্কুলে শিখেছি ; “সদা সত্য কথা বলিব, সৎ পথে চলিব”। মত অনেক কিন্তু সৎ পথে চলব।
■ সক্রেটিস বলেছেন, “নিজেকে জান”।আসুন আমরা নিজেকে জানি, সষ্ট্রাকে মানি।
■গান শুনি; ” ভাইয় ভাইয়ে দ্বন্দ্ব করে দাও বন্ধ, ভাই ছাড়া তোমার জীবন হয় যাবে অন্ধ”। আসুন অলোকিত জীবন গড়ি ।
■“জ্ঞান অর্জনের জন্য সুদূর চিন দেশে যাও” । জ্ঞান অর্জন করব ইহকাল ও পরকালের জন্য।
■“আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে” ? আমরা কজের ছেলে হব। ■ছোটবেলায় স্কুলের স্যার বলেছিলেন “সততাই মহৎ গুন” আমাদের সেইগুন আছে কি?
■ ছড়ায় শিখেছি, ” নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে”। আশে পাশে অনেক অনাহালির মুখ, তাদের কথা মনে পড়ে কি?
■ “আমরা সবাই শান্তি চাই , সালাম দেওয়ায় ছোট – বড় নাই “। আমরা অর্থ বুঝে সালাম দেই কি?
■“সবুজ শ্যামল পৃথিবী চাই , গাছ লাগানোর বিকল্প নাই” । আসুন ফলদ গাছ লাগাই।
■হাজার কথার ভিড়ে স্রষ্টা ও মৃত্যুর কথা আমরা মনে রাখি কি?
■ “চলার পথ অনেক, সত্যের পথ একটাই।“

Loading


Comments

একটি ইচ্ছাই দেবে শান্তি — 2 Comments

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *