এই যুগের ওমর খৈয়ামের বচন!!!!

১.

তীক্ষ্ণ ফলার মতো এক রমণী

প্রবেশ করছে আমার হৃদয়ে

এত হালকা যেন- খরগোশের তুলতুলে পশম

এত পাতলা যেন -আঙ্গুরের খোসা

এত নির্মল যেন – হাস্নাহেনার ঘ্রাণ

এত নিরীহ যেন- লালা ভরা মুখে শিশুর হাসি

কিংবা খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর।

২.

আলোই আসল- মোমটা নয়

কবিতাই আসল- বইটা নয়

চুমুই আসল- ঠোঁটটা নয়

প্রেমই আসল -তুমি আমি নয়!!!

মাত্র চারটি লাইন-

পাঠকের কাছে আবিষ্কৃত হবে

তোমার রূপ!

আর আমার পাগলামি!!!

৩.

তোমার প্রশ্নঃ- আকাশ আর আমার মধ্যে কি ব্যবধান ?

ঃ-ব্যবধান! যখন তুমি হাসো, ভুলে যাই আকাশ!

৪।

দীর্ঘ বিরহের পর

যখন তোমাকে চুমি

ঠিক যেন –

লাল ডাকবাক্সে

ক্ষিপ্রগতিতে

প্রেমপত্র ফেলি !!!!

৫.

হে প্রিয়া –

তোমারও প্রেম যদি

আমার মতো হয় উন্মাদ-

তাহলে ডাষ্টবিনে নিক্ষেপ করো লজ্জা

অর্পণ করো আপেল !!!

আর,

ঘুমিয়ে থাকো শান্ত হয়ে আমার দু’চোখে!!!

৬.

বিদায় বেলা –

চুমে ছিলাম তোমার দু’হাত, দু’চোখ, আর দু’টি ঠোঁট –

বলেছিলাম- তুমি এখন পাকা টস টসে আম হলেও

অর্ধেক তুমি: দুর্বোধ্য, বাকি অর্ধেক একজন রমণী,

বিদায় বেলা আরও

বলেছিলাম- তুমি অরণ্যের আগুন,

তৃষ্ণার জল, আগুনের গুপ্ত কাব্যের মত-

অর্ধেক তুমি দুর্বোধ্য হলেও বাকি অর্ধেক

তুমি আমার পূজারিনী!!!

Loading

মুনিম সিদ্দিকী

About মুনিম সিদ্দিকী

ব্লগে দেখছি অন্য সহ ব্লগাররা তাদের আত্মপরিচয় তুলে ধরেছেন নিজ নিজ ব্লগে! কুঁজো লোকের যেমন চিৎ হয়ে শোয়ার ইচ্ছা জাগে তেমন করে আমারও ইচ্ছা জাগে আমি আমার আত্মপরিচয় তুলে ধরি! কিন্তু সত্য যে কথা তা হচ্ছে শুধু জন্মদাতা পিতা কর্তৃক আমার নাম আর পরিবারের পদবী ছাড়া আমার পরিচয় দেবার মত কিছু নেই! আমি এক বন্ধ্যা মাটি যেখানে কোন চাষবাস হয় নাই। যাক আমি একটি গান শুনিয়ে আত্মপ্রতারণা বর্ণনা শেষ করছি- কত শহর বন্দরও পেরিয়ে চলেছি অজানা পথে - কালেরও নিঠুর টানে- আমার চলার শেষ কোন সাগরে তা তো জানা নাই! ধন্যবাদ।

Comments

এই যুগের ওমর খৈয়ামের বচন!!!! — 8 Comments

  1. কবিতা পড়ে ভালই লাগল প্রেম ভালবাসা রমান্স পাগলামি সবই আছে দেখছি।ধন্যবাদ।

  2. সবচেয়ে বেশী?
    বাহ্ বেশ সুন্দর বচন! এ যুগের খৈয়াম দেখি সে যুগের খৈয়ামের চেয়ে কম প্রেমাশক্ত নন!

  3. অনেক নতুন ব্যবহার, নতুন expression. অন্য সময় আরেকবার পড়ব। ধ্যানকে নড়াতে সক্ষম শব্দমালা।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *