অপূর্ণ বাসনা


আমি যেন এক নদী

চলেছি বয়ে নিরবধি

অনন্তকাল ধরে;

পথে যেতে যেতে

পথের দু’পাশে

ফসলের ক্ষেতে,

তৃষ্ণার্তের মুখে

দিয়েছি বারিধারা

হয়েছি গতিহারা সাগরে মিশে।

 

নিজেকে ভালোবেসে

সাগরকে ভালোবেসেছি

তার বুকে সঁপে দিয়ে সব কিছু মোর,

প্রাণ খুলে হেসেছি।

কখনো কোথাও কভু হারায়েছি গতি

টেনে যতি পথ চলিবার।

 

জমেছে বক্ষ মাঝে শত হাহাকার,

তবু বাঁচিবার,

বাঁচাবার

সহস্র বাসনা পুষেছি সে বুকে।

 

নিজে মরে ধুঁকে ধুঁকে

কল্যাণে সকলের

করিনি কার্পণ্য কভু,

তবু শূন্য সে রয়ে গেছে বরাবর!

Loading


Comments

অপূর্ণ বাসনা — 2 Comments

    • পড়বার সময় হয়েছে আপনার, এতেই আমি খুশি!
      আমার নেটের গতি খুবই কম, তাই ব্লগিং করে মজা পাচ্ছি না।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *