বুঝলো না কেউ

মনের দুঃখ আমি কারে বলি

কারে দেই তার ভাগ বুঝলো না কেউ

জ্বলে পুড়ে ছারখার তৃষিত হৃদয়

জল দিলেও নেভে না এই অনলের ঢেউ ।

 

বুকের রক্ত মাখা প্রেম ভালোবাসা

বিলিয়ে দিয়েছি সব পৃথিবীর বুকে

সুখের খবর তবু ভাসে না বাতাসে

বার বার ফিরে আসে পরাজিত বীর

খালি হাত খালি পেট লক্ষ্যভ্রষ্ট তীর ।

 

বিলিয়ে দিয়েছি এই মন প্রাণ মেধা

দেহতো শেষ আগেই বুঝলো না কেউ

অতল সাগরে ভাসি ছিন্নমূল শ্যাওলা

বিধির নিঠুর বলি জাতহীন ফেউ ।

 

বনের কাছে গেলাম চাইলো না মুখ তুলে

নদীর কাছে গেলাম শুনলো না কথা

পাহাড় গেলো ঘুমিয়ে শীতল হাওয়া

হারিয়ে গেলো ঈশানে । নিশিদিন পথ ভুলে

নিঠুর নিয়তি একা লুকালো কোথায়

আমাকে চড়িয়ে তার বিষে ভরা শুলে?

 

চিতার অনলে শুল চারিদিকে পান্ডব

খেলছে আমাকে নিয়ে রাক্ষুসে তান্ডব

পুড়ে পুড়ে একাকার ছাইয়ের পাহাড় ।

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *