নীতিমালা

সংলাপ ব্লগ সকল মতের ও চিন্তাধারার মত প্রকাশে আগ্রহী । আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী সবার জন্য তাই  এ ব্লগ হবে নিয়ন্ত্রনবিহীন লেখার ফোরাম। লেখক, পাঠক নিজেই নিজের মডারেটর । কিন্তু এ স্বাধীনতার সাথে সাথে যদি কারো লিখায় ও মন্তব্যে দায়িত্বশীলতার বাস্তব প্রতিফলন পরিলক্ষিত না হয় সে ক্ষেত্রে ব্লগ কতৃপক্ষ নীরব থাকবেন না এবং মডারেট করতে বাধ্য হবেন। চিন্তা ও মতের বৈপরীত্য থাকবে কিন্তু থাকবে না সংঘাত সংঘর্ষ । আমরা কুরুচিপূর্ণ ব্লগীং কে সমর্থন করতে পারি না। মতান্তর থাকতে পারে কিন্তু মনান্তর হয় এমন কোন পদক্ষেপ সংলাপ ব্লগে প্রশ্রয় দেয়া হবেনা। স্বাধীনভাবে মত প্রকাশ: সংলাপ ব্লগের মূল উদ্দেশ্য সুস্থ সংলাপের মাধ্যমে সুস্থ সমাজ গঠন । তাই সংলাপ ব্লগ হচ্ছে মতামত, বিতর্ক, সৃজনশীলতা বিনিময় করার একটি প্লাটফর্ম । সব মত স্বাধীন ভাবে প্রকাশ করব যদি তা দেশের আইন বা কারো  ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন না করে । কারো সম্পর্কে মিথ্যা এ আপত্তিকর শব্দ কিংবা বিষযবস্তুর দিয়ে কোন পোস্ট উপস্থাপন করলে  তা সরিয়ে ফেলতে বাধ্য হব। অতএব কেউ কোন ধরনের অশ্লীল নিক, ছবি, অডিও, ভিডিও, লেখা, বক্তব্য, কপি-পেস্ট না করতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তা ডিলিট করা হবে। স্প্যামিং বা সাইটের প্রকাশনায় টেকনিক্যাল সমস্যার কারণ হলে বা হওযার সন্দেহ হলে এবং বিজ্ঞাপনমূলক যে কোন পোস্ট বা কমেন্ট  ব্লগ কর্তৃপক্ষ মুছে দেয়ার অধিকার রাখেন। যদি কোন ব্লগার অল্প সময়ের ব্যবধানে বহুসংখ্যক পোস্ট দিতে শুরু করেন, যার ফলে প্রথম পাতায় শুধু একই লেখকের একাধিক পোষ্ট পরিলক্ষত হয় সে ক্ষেত্রে সে সব পোস্ট আমরা সরিয়ে দিতে পারি যাতে করে সব লেখকের পোস্ট প্রথম পাতায় স্থান পায়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচরণ করে, অসম্মান করে অর্থহীন কোন পোস্ট মুছে ফেলা হবে । কোন ব্লগারকে বার বার সতর্ক করার পরেও যদি ব্লগের নীতিমালা লঙ্ঘন অব্যাহত রাখেন, তাহলে সংলাপ ব্লগ মডারেটর তাকে সাময়িক ভাবে/চিরতরে নিষিদ্ধ করতে বাধ্য হবেন।

Loading


মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *