৩য় কাজ

এবার স্বরধনি তিনটি শিখা যাক।

১) ছুকুন্‌ (থেমে যাওয়া) বাংলায় হস্‌ চিহ্ন

নিয়ম জানতে নিচের অডিওটা শুনতে পারেন (নিচের অডিও লিংকে বামের এরো  বাটনে ক্লিক করেন)

SoorDhani-Phonyx

হস্‌ চিহ্ন যে কয়েক ভাবে লিখা হয় তা উপরে দেয়া হল। আরো বিস্তারিত বুঝতে নিচের অডিওটা শুনুন

হস্ স্বরধ্বনি বুঝতে নিচের  অডিওটি শুনতে পারেন্

কিছু উদাহরন নিম্নে পড়ুন আ-কার অর্থাৎ আরবী ফাতাহ্‌ হামজা দিয়ে কিভাবে সকুন বা হস্‌ করে পড়তে হয়।Sukun with hamza

ফাতাহ্‌ হামজা দিয়ে কিভাবে সকুন উচ্চারণ করতে হয় শুনতে নিচের অডিওটা শুনতে পারেন।

এবার ই-কার বা আরবী কাছ্‌রা দিয়ে সকুন কিভাবে পড়তে হয় দেখুন

sokun with kasra

 

দাম্মা বা উ-কার দিয়ে কিভাবে পড়বেন দেখুন

Excercise Reading stop with U kar

 

২) স্বরধ্বনিকে বলে  শাদ্দাহ্‌2nd Sound SHADDA sign lie W

অর্থাৎ যে চিহ্নটা উপরে থাকলে অক্ষরকে দুইবার পড়তে হয়

উদাহরন :

হামজা ফাতাহ্  ও দ্বিত্ব চিহ্নে কিভাবে উচ্চারণ হয় নিচে দেখুন

Reading Shadda with hamza or Akaar

নিচের অডিওটা শুনতে পারেন।

 

এভাবে কস্বীরাহ বা ই-কার ও দাম্মা অর্থাৎ উ-কার দিয়ে কিভাবে উচ্চারণ হবে তা নিচে দেয়া হল । পারলে অডিও দুটি শুনে নিবেন।

 

শাদ্দাহ্‌ -দাম্মা
Shadda with Dammah

3 Vowel together

৩) তানবিন্

হস্‌যুক্ত নুনকে তানবিন্‌ বলে। তানবিন তিন প্রকার যেমন;

ক) ফাতাহ্ তানবিন, খ)  কাছরা তানবিন  ও গ) দাম্মা তানবিন


Tanbin

3 Tanbin

তানবিনের উচ্চারণ শুনতে নিচের ভিডিওটা পুরা শুনেন।

এ পর্যন্ত কোরআন শিখার ৮০% কাজ শেষ!

এখন মাত্র ২০% বাকী।
আসুন সেটা জানতে পরের পাতায় যাই।
Next Gif button