আরবী শিখার অনুশীলন – Excercise

এবার দেখা যাক ফাতাহ্‌যুক্ত শব্দের উচ্চাচরন শুনে অক্ষর চিনতে পারছেন কিনা? শব্দ শুনার পর সঠিক অক্ষরে ক্লিক করেন । একাধিক বার চেষ্টা করেন যাতে ভুল না হয়।

শব্দ শুনে যেহেতু অক্ষর চিনতে অসুবিধা হচ্ছে না এবার কোরআন খোলে অনুশীলনের পালা। সে জন্য কোরআন শরিফের সুরা ফাতাহ, সুরা নং ৪৮ এর আয়াত নং ২৯  খোলেন এবং সেখান থেকে কয়টি  ব্যঞ্জনবর্ণ ও স্ববর্ণ আছে তা চিহ্নিত করেন। কেন এ্র্ই সুরাকে অনুশীলনের জন্য মনোনীত করা হয়েছে পরে জানানো হবে। আপনি এখন সেটাই অনুসরন করে অগ্রসর হন। Test for finding 28 Consonants from Sura Fatah

এবার শুধু ২৮টি ব্যঞ্জনবর্ণ চিহ্নিত করে উপরের চার্টে লিখুন।  যদি সঠিক ভাবে তা করতে পারেন তাহলে  আগেই বলা হয়েছে আপনি ৫০% সফলকাম হয়ে গেলেন কোরআন শিখায়!

তারপর একি আয়াত থেকে নিচের চার্ট অনুসারে প্রতিটি লাইনে কয়টি স্বরবর্ণ তা চিহ্নিত করুন : Excercise to find Vowels

লাইন ফাতাহ কয়টি? / কাছ্‌রা কয়টি? দাম্মা কয়টি? ي মা’দের ইয়া কয়টি? و মা’দের ওয়াও কয়টি? أ মা’দের  আলিফ কয়টি?
১ম
২য়
৩য়
৪র্থ

এখন যদি  সত্যিই সবকয়টি ছোট ও দীর্ঘ স্বরবর্ণসমূহ সঠিকভাবে চিহ্নিত করতে পারেন তাহলে আরো ২০% কাজ সমাপ্ত হয়ে গেল!তার মানে মোট ৭০% কাজ শেষ!

এবার চলুন ৩য় কাজে
Next Gif button

Loading