অনুশীলন

Excercise

কোরআন শিখার বাকী কাজ সমাপ্ত  করতে এখানে দেয়া অনুশীলন পদ্ধতি অনুসরণ করা খুবই জরুরী।

প্রথমে কোরআনের সুরা ফাতহর ২৯ নং আয়াত আবার খোলেন। (কেন সুরা ফাতহ? তার ব্যাখ্যা একটু পরে  দেয়া হবে।)

প্রথমেই বিস্‌মিল্লাহ দিয়ে শুরু করা যাক। নিচে তা দেয়া হল।
যে নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে তা হচ্ছে:

Bismillar Practice
১ নং ) উপরের বিস্‌মিল্লাহ লিখা থেকে আপনাকে ব্যঞ্জন বর্ণ গুলাকে সনাক্ত করে কমপক্ষে দশবার করে তা পড়তে হবে।
নিচের অডিওটা শুনে উপরের দিকে তাকিয়ে লিখাগুলার প্রতি খেয়াল করেন এবং চিনতে চেষ্টা করুন।

এবার বিস্‌মিল্লাহর সব কয়টি ব্যঞ্জন বর্ণ সনাক্ত করে আপনি পড়তে পারলেন মানে কোরআন শিখার ৫০% কাজ সমাপ্ত করলেন।

 

Spelling of Bismillah

২ নং) এবার কয়টি স্বরবর্ণ ও স্বরধ্বনি আছে তা চিহ্নিত করে পড়ে যান কমপক্ষে দশ বার। উপরে উদাহরণের  দিকে তাকিয়ে দয়া করে নিচের অডিওটা শুনুন।

 

৩ নং)

এবার স্বরবর্ণ, ব্যঞ্জন  ও স্বরধ্বনি সহ সবকিছু মিলিয়ে বানান অনুশীলন করুন। কিভাবে করবেন তার উদাহরণ নিচে দেয়া হল।

Spelling of Bismillah

এতক্ষন আপনাকে অনুশীলন কিভাবে করবেন তা “বিস্‌ মিল্লাহ…. .” দিয়ে শেখানো হল এবার আপনি নিজে সুরা (৪৮) ফাত্হা‌র ২৯ নং  আয়াত খোলে নিজে অনুশীলন করতে শুরু করেন কমপক্ষে দশবার। মনে রাখবেন এই প্রশিক্ষন কার্যোপযোগী করতে আপনাকে দশবার করে পড়তে হবে এবং সুরা ফাত্হ দিয়ে করতে হবে। কেন সুরা ফাতাহর ২৯ নং আয়াত তা জানতে নিচের অডিওটা শুনুন.

 

সুরা ফাতাহ তেলায়াত শুনতে নিচের অডিওতে পাবেন। প্লে বাটনকে মাউস দিয়ে আগে পরে টেনে আপনি বার বার শুনে ইচ্ছা করলে মুখস্ত করে নিতে পারবেন। তবে তার আগে আপনার অনুশীলন শেষ করুন। শিখার নিয়ত যখন করেছেন ইনশাল্লাহ কামিয়াব হবেন। 🙂

আর আমাদের এই টিউটিরেল নিবন্ধটি  যদি আপনার সামান্যতম কাজে লাগে তাহলে আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে। মন্তব্য করতে পারেন। ভাল লাগলে অন্যের সাথে শেয়ার করবেন, ফেবুতে লিংক দিবেন। ভাল থাকুন।

সুরা ফাত্হে‌র ২৯ নং আয়াতের তেলায়াত শুনুন নিচের অডিও লিংকে:

Excercise to find Vowels

প্রথম পাতায় ফিরে যেতে নিচের বাটনে ক্লিক করুন।

Reference:

কুরআন শিক্ষার সহজ পদ্ধতি
    --- আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল

Loading


মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *