কাব্যগ্রন্থ

প্রকাশিত হয়েছে পিয়াস মাহবুব খানের প্রথম কাব্যগ্রন্থ-“হারানো জোছনা”। বইটির পরিবেশক মফিজুল ইসলাম খান ৪, মোমেনবাগ, রাজারবাগ, ঢাকা। মোবাইল ০১৮৫৪৫৬১৬৩৩। বইটি ক্রয় করতে চাইলে ১৩০/-টাকা (কুরিয়ার ডাক খরচসহ) বিকাশ নম্বর ০১৯১৫৮৭৯০০৭-এর মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে । টাকা পাঠানোর পর ডাক যোগাযোগের ঠিকানা ও যে বিকাশ নম্বর থেকে টাকা পাঠানো হলো সেই নম্বরটি এস এম এস করে পাঠাতে হবে । আমরা কুরিয়ারে বই পাঠিয়ে দেবো। বইটি পড়ার আমন্ত্রণ রইল ।

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

Comments are closed.