“স্বাধীনতা তুমি”

স্বাধীনতা তুমি
বর্ষাকালে বৃষ্টিঝরা সুনীল আকাশ
বীর বাঙালীর আত্মত্যাগের মর্ম প্রকাশ
ধানের ক্ষেতে ঢেউ-খেলানো হিমেল বাতাস
ঘরে-ফেরা মুক্তিসেনার সুখের বাস।

স্বাধীনতা তুমি
ছোট্ট শিশুর মায়ের ভাষায় বলতে শেখা
প্রেমিক কবির দেশকে নিয়ে কাব্য লেখা
কর্মী নারীর জীবন গড়ার স্বপ্ন দেখা
দেশের তরে জীবন বাজির সাহস রাখা।

স্বাধীনতা তুমি
পল্লীগীতি সুরের টানে গাঁয়ের ছোঁয়া
ভাটিয়ালি গানের তালে নৌকা বাওয়া
মাটির উপর কলাপাতায় দাওয়াত খাওয়া
ভেলায় চেপে স্রোতের বেগে ভেসে যাওয়া।

স্বাধীনতা তুমি
শ্বেত-কপোতের পেখম মেলে উড়ে চলা
সব মানুষের মুক্ত মনে কথা বলা
ঊর্ধ্বাকাশে রংধনুতে রঙের খেলা
সুশীল মনের মানুষগুলোর মিলন মেলা।

স্বাধীনতা তুমি
দুখের পরে অনিবার্য সুখের পালা
দারিদ্র্যকে চিরতরে বিদায় বলা
দুঃশাসনের শিকড়গুলো উপড়ে ফেলা
বিশ্বময় দেশের মান উঁচিয়ে তোলা।

Loading


মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *