স্বদেশ

স্বদেশ তখন কাম্য ছিলো একটি আজন্ম ঠিকানার জন্য ছিলাম উন্মাদ । তাই
হালের বলদ, লাঙ্গল জোয়াল, বাড়ি ঘর, বিষয় আশয়, পরিবার পরিজন ফেলে দিয়ে কাদাময় হাতে তুলে নিয়ে ছিলাম অস্ত্র যাবতীয় যুদ্ধ সরঞ্জাম ।
সাধের এই দেহ, দেহে লুকানো প্রাণ অবলীলায় সঁপে দিয়েছিলাম কামানের মুখে
প্রেমের কথা নারীর কথা তার গোপন সম্পদের বাহারী চমক ছিলো না মনে ।

এখন চিন্তায় স্বদেশ আসে না তার বিশীর্ণ প্রান্তর শুকনো মুখ নগ্ন দেহ
রক্তে তোলে না উতাল মাতাল ঢেউ, জাগায় না শিহরণ ।

এখন অস্ত্র চাই না, ভাত চাই, রাজনীতি চাই না, হালের বলদ চাই
যুদ্ধ চাই না, শান্তি চাই, নেতাদের পেটে সাবাড় হওয়া বাস্তু ভিটা ফেরত চাই
ফসলী জমি, সোনা বরণ বালিকা বধু, লাঙ্গল জোয়াল সবকিছু ফেরত চাই
আমজনতার নিরাপদে বসবাসের স্বাধীনতা চাই ।

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

Comments are closed.