শান্তি

 

শান্তি শান্তি শান্তি

শান্তি বহিছে মনে, শান্তি বহিছে প্রাণে

শান্তি প্রবাহ ঝরনা-সম ছুটিয়াছে স্নায়ু সনে।

 

শ্বাসে-নিঃশ্বাসে বিপুল শান্তি ভাবের চিত্তে বয়

সর্বোশরীর ক্লান্তি-মুক্ত, কত পবিত্র মনে হয়।

 

তপস্যা-শ্রুতি গভীর নীরবে সুদূরের রব শুনে

কখনো বা শুনে নীরবের ধ্বনি কান পেতে আনমনে।

 

এত শান্তি জীবনের মাঝে এত শান্তির এ ধরা

সেই বুঝে তারে যার হৃদে ঢুকে বসিয়া হয়েছে শরা।

 

তুমি সুখী হও ওগো বন্ধু যেজন যেখানে আছো,

একটুখানি খুলে দাও মন, একটুখানি গো বসো,

সকল কর্ম সকল পাওয়া একটুখানি গো রেখো

সকলেরে রেখে খানিকের তরে নিজেরে নিজেকে খুঁজো।

বুঝিবে তখন বহিবে যখন শান্তি-ঝরনা অহরহ।

 

এই বেলা যদি না আসো বন্ধু, কখনো হবে না আসা

এই বেলা যদি না বসো ওগো কখনো হবে না বসা।

 

হঠাৎ বেলা শেষে, কোনো কালে,

শান্তি ঝরিবে মনে -এই যদি হয় আশা

হয়ত বা তা নিরাশার চিন, হয়ত বা কোনো নেশা

সহসার আশা ত্যাজিয়া বন্ধু, এখনই গড়ো গো বাসা।

 

Loading

About এম_আহমদ

প্রাবন্ধিক, গবেষক (সমাজ বিজ্ঞান), ভাষাতত্ত্ব, ধর্ম, দর্শন ও ইতিহাসের পাঠক।

Comments

শান্তি — 3 Comments

  1. আরেকটি সুন্দর কবিতা উপহার দিলেন ! ধন্যবাদ। শান্তি সবার কাম্য।
    তাই বলতে হয় শান্তি যদি চাও
    তোমার রবের দিকে ফিরে যাও
    সে জন্য একজন ঈমানদারকে বলতে হয়
    “আল্লাহ হুম্মা আনতাস্ সালাম ও মিন কাস্ সালাম
    তাবারাকাতু ইয়া জাল্লা জালা লাহু ওয়াল ইকরাম। “

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *