মোবাইল দেবতা

তিনটি পাথর পকেটে পুরিয়া ভরসা-বিভোর আরব প্রাণ

ঘুরিয়া ফিরিত পাইবার লাগি সকল কাজে পরিত্রাণ।

পূত-বিশ্বাসে কাফেলাসহ যাইত সুদূর, দেশান্তর

কোথাও থামিয়া পূজিত পাথরে ভাবিত এদেরে পবিত্রতর,

পূজার সাথে বলীও করিত পাইত যাহা সামর্থভর।

মনের বাসনা ব্যর্থ হইলে অথবা ছুঁইলে অকল্যাণ

ছুঁড়িয়া ফেলিত পাথর সকলে রাগ-আক্রোশে চিত্ত-ম্লান।

পুনশ্চ: সেথায় অন্য তিনটি পাথর লইত থলে

এভাবেই তার মোবাইল দেবতা বাঁচিত মনঃস্থলে।

একবিংশ কালে আসিয়া আমরা নব্য মোবাইল দেবতা খুঁজি

‘মোবাইল-স্মৃতি-সৌধ’ গড়িয়া ফুল দিয়া তাঁরে পূজি।

হায়রে দেবতা এত তার কেরামতি

স্থান ও কালের প্রাচীর ভেদিয়া জুড়িয়াছে তার স্থিতি।

Loading

About এম_আহমদ

প্রাবন্ধিক, গবেষক (সমাজ বিজ্ঞান), ভাষাতত্ত্ব, ধর্ম, দর্শন ও ইতিহাসের পাঠক।

Comments

মোবাইল দেবতা — 1 Comment

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *