মহামান্য লর্ড ক্লাইভ

বৃষ্টি ঝরে মায়ের চোখে, ঝরতে থাক!

ঝড়ের তাণ্ডবে ফাটে বাবার বুক, ফাটতে থাক!

হাসে গোরখোদক, হাসতে থাক!

কি অমৃত!পানি পান করায়ে

হেসে চলে গেলে তুমি মহামান্য লর্ড ক্লাইভ!!!!!!!!!!!!!!!!

তোমরাও হাসো, হাসতে থাকো!

লেজহীন কুকুরটাও হাসে, হাসতে থাক!

খণ্ডিত লেজটা নিয়ে শুধু

তুমি বিজয় মিছিল করো, করতে থাকো!

হাজার বছর ধরে

এ মাটির মানুষ শুধুই কাঁদে,

কি বললেন?

কাঁদতে থাক!

[বহু আগের লেখা]

Loading

মুনিম সিদ্দিকী

About মুনিম সিদ্দিকী

ব্লগে দেখছি অন্য সহ ব্লগাররা তাদের আত্মপরিচয় তুলে ধরেছেন নিজ নিজ ব্লগে! কুঁজো লোকের যেমন চিৎ হয়ে শোয়ার ইচ্ছা জাগে তেমন করে আমারও ইচ্ছা জাগে আমি আমার আত্মপরিচয় তুলে ধরি! কিন্তু সত্য যে কথা তা হচ্ছে শুধু জন্মদাতা পিতা কর্তৃক আমার নাম আর পরিবারের পদবী ছাড়া আমার পরিচয় দেবার মত কিছু নেই! আমি এক বন্ধ্যা মাটি যেখানে কোন চাষবাস হয় নাই। যাক আমি একটি গান শুনিয়ে আত্মপ্রতারণা বর্ণনা শেষ করছি- কত শহর বন্দরও পেরিয়ে চলেছি অজানা পথে - কালেরও নিঠুর টানে- আমার চলার শেষ কোন সাগরে তা তো জানা নাই! ধন্যবাদ।

Comments

মহামান্য লর্ড ক্লাইভ — 7 Comments

  1. “লেজহীন কুকুরটাও হাসে, হাসতে থাক!
    খণ্ডিত লেজটা নিয়ে শুধু
    তুমি বিজয় মিছিল করো, করতে থাকো!”

    এই সত্যটি বড়ই করুণ!

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *