বৃষ্টিভেজা যৌবন / মফিজুল ইসলাম খান

অবিরাম জলধারা শ্রাবণ দুপুর
পাতায় পাতায় সুর ছন্দে ছন্দে
খেলায় বিভোর সব গাছ গাছালি
উতাল পাতাল মন ছলাৎ ছলাৎ
নিঠুর বন্ধু তুই লুকালি কোথায়?

ঠোঁটে ঠোঁট চোখে চোখ চাতক চাতকী
জলজ ভালোবাসায় একাকার
সোনা বন্ধু আমার
অভাগীরে একা ফেলে পরবাসে তুই
কোন্ রূপসীর প্রেমে আকুল ব্যাকুল?

শন্শন্ বায়ু বয় ঘুম নেই চোখে
নিকষ কৃষ্ণ রাত নিঠুর কালিয়া
তুষের অনলে জ্বলে আমার দেহ
উষ্ণ জলের স্রোতে কে ভাসাবে আমায়?

জলে ভেজা যৌবন
ক্ষুধায় ব্যাঘ্র যেনো
তপ্ত খাবার চায় বাড়িয়ে দুহাত
শ্যাম কালিয়া আমার কান পেতে শোন্
দরোজায় টোকা মারে পড়শী যুবক
সাগর জলের ডাক ভেসে যাবার ভেলা
আমাকে শেখালি কেনো নিষিদ্ধ খেলা?

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

Comments

বৃষ্টিভেজা যৌবন / মফিজুল ইসলাম খান — 4 Comments

  1. কবিতায় মনে হয় রোমান্টিক প্রেমিক, ভালো লাগলো ।

  2. বৃষ্টিভেজা যৌবন
    Dear Mr. Khan ‘ Salam.
    I have added your poem in my news paper ( without your permission) , Is it O.K ? thanks for understanding.

    Fayzul

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *