বর্তমান বিশ্বে ধনী ও দরিদ্র মধ্যে সম্পদের পার্থক্য!!!

ব্লগের সম্মানিত পাঠক/পাঠিকাদেরকে প্রথমেই জানাতে চাই যে এখানে যে সব তথ্য উপস্থাপন করা হয়েছে তা আমার নিজস্ব কোন বক্তব্য নয় বরং এসব তথ্য ইতিমধ্যে  বিভিন্ন মহলে ও ইন্টারনেটে আলোচিত হচ্ছে গত কয়েক বছর থেকে। তাই এখানে আমার কোন কৃতিত্ব বা দায়িত্ব-হীনতার বিষয় বিবেচনার প্রশ্নই আসে না। বস্তুত আমার উদ্দেশ্য হচ্ছে আলোচিত তথ্যকে যাতে বুদ্ধির মাধ্যমে যাচাই বাচাই করা তথা আমাদের উপলব্ধির প্রক্রিয়াকে এগিয়ে নেয়া যায় এবং তা মানব কল্যাণে আসে সে প্রচেষ্টা করা।

সম্প্রতি অক্সফাম (Oxfam) থেকে প্রকাশিত এক নিরীক্ষা বিশ্লেষণে জানা যায় পৃথিবীর মাত্র ৮০ জন ধনী ব্যক্তির যে পরিমাণ সম্পদের পাহাড় জমেছে তা বিশ্বের ৩.৬ বিলিয়ন দরিদ্রতর মানুষের মোট সম্পদের পরিমাণের সমান। (Eighty people hold the same amount of wealth as the world’s 3.6 billion poorest people) Source Link এদিকে Global anti-poverty organization তথা "গ্লোবাল দরিদ্রতা বিরোধী সংস্থার" হিসাবে দেখা যায় ২০০৯ সাল থেকে সেই ৮০ জন ধনী ব্যক্তিদের সম্পদ বেড়েছে দ্বিগুণ অথচ বিশ্বের জনসংখ্যার দরিদ্রতম মানুষের সম্পদ উল্টা আরো কমে গেছে ৫০ শতাংশ! (Global anti-poverty organization finds that since 2009, the wealth of those 80 richest has doubled in nominal terms — while the wealth of the poorest 50 percent of the world’s population has fallen).

Loading

Comments are closed.