প্রশ্নোত্তর

আল্লাহ যাকে সৎপথে চালান, সেই সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন,আপনি কখনও তার জন্যে পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। কুরআন ১৮:১৭
যাকে আল্লাহ পথ দেখাবেন, সেই পথপ্রাপ্ত হবে।আর যাকে তিনি পথ ভ্রষ্ট করবেন, সে হবে ক্ষতিগ্রস্ত। কুরআন ৭:১৭৮
প্রশ্ন – আপনি আমি তাহলে যতই বলি কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের পথ না দেখিয়েছেন?
আমি মানুষ এটিই আমার বড় পরিচয়। আর সৃষ্টিকর্তা মানুষের মাঝে বিবেক দিয়েছে ভাল মন্দ বোঝার জন্য।
পরিশেষে আমার কাছে কুরআন বিকৃত মনে হয়।
কিন্তু আমার প্রশ্নের প্রতিটি জবাব পেলে আমি কুরআনের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আনবো।
উত্তর – খামাকা আপনি ভুল জায়গায় অর্থাৎ এই ফেসবুকে আপনার প্রশ্নের উত্তর খুঁজছেন ।
আপনার দেয়া এই আয়াতদ্বয় ১৮:১৭ ও ৭:১৭৮ অনুযায়ী কেউ আপনার প্রশ্নের আপনার মনঃপুত উত্তর দিতে পারবে না।
তেমনটি ঘটলে আয়াতদ্বয় মিথ্যা হয়ে যাবে , যা হবার নয়।
আল্লাহ চাইলে আপনি পথ পাবেন অন্যথায় নয়। আপনার অবস্থা দেখে এই আয়াতদ্বয়ের সত্যতাএবং কোরানের প্রতি বিশ্বাস মনে আরো দৃঢ় হল। তবে হতাশ হওয়ার কিছু নেই। সত্যিই যদি বিরোধিতার জন্য বিরোধ না করে কুরআনের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আনার অভিপ্রায় আপনার থেকে থাকে তাহলে আল্লাহ হয়তো বা আপনাকে পথ দেখাবেন ।
At least এটা বলতে পারি অধিকাংশ কোরানে বিশ্বাসী মুসলমান দাবীদারদের থেকে আপনি আল্লাহর দিকে একধাপ এগিয়ে আছেন কোরান বুঝে বিশ্বাস করার দৃষ্টিকোন থেকে।
পুরো কোরান বুঝে পড়ুন , ইনশা আল্লাহ সব প্রশ্নের উত্তর আপনি নিজেই খুঁজে পাবেন।

Comments are closed.