পাইনি ঠিকানা

কতটুকু শোভন শীতের আশ্রয় পেয়েছি সেথায়

ভালবাসার পীটস্থান – ওই কবোষ্ণ বুকে?

স্মৃতির মণিকোঠায় টানি মাণিক্যের ইতি

খুঁজে খুঁজে হয়রান, ব্যথার বারিধি যায় ভেসে

দুঃখের গহন নদ বহে প্রত্যাশার অগোচরে।

 

স্মিতোধরে অফুটা হাসির রেখায় দেখেছি কবে

কবিতার সামিয়ানা তোমার কৌমুদ বন্যায়।

স্মৃতির চিলেকোঠায় বসে খুঁজেছি যে ছবি

তা কি হৃদয় মন্দিরে বাঁধাই, পাথরে খোদাই,

না – রয়েছে তোমার নিখিলে আঁকা?

 

আজো পাইনি সেই সে ঠিকানা অপার-

এক ফালি স্বপ্ন মোর হারালো যে প্রপাতে

ঘূর্ণাবর্তে সেথা স্বপ্নসুখ হয়েছে বিলীন

কালের দূর্বিপাকে দেখিনি সে ছায়া

ধরতে গেলে না যায় ধরা, ছুঁ’তে গেলে ছোঁয়া!

 

অরিহমন্ত্র বাজে ঘুমঘোর তন্দ্রা মাঝে

সে কি মায়া, না কি কুহেলিকা ছায়া।

কামনার গুপ্ত বলয় যদি – ইথারে হারায়

সুপ্ত আশা তীর খুঁজে না পায়, সঞ্চারী সুর

অন্তরে বাঁধি হব গো চপলা নদী।

 

কালের আদম-হাওয়া স্বপ্নে দেখে নীড়

বাস্তবের আকাশপটে যা ছিল অলীক

শূন্যতার চাদরে মোড়া স্নিগ্ধতার আভায়

অশ্লেষ আয়েসে বুনে প্রশান্ত চাদর

সায়াহ্নের ঠিকানায়, বিস্তৃত মল্লিকা দলে।

Loading

অনিরুদ্ধ বুলবুল

About অনিরুদ্ধ বুলবুল

ব্যক্তির সমষ্টিই সমাজ। আমি সেই সমাজেরই অংশ। যে সমাজে বাস করছি সেই সমাজের উন্নয়ন আমার স্বপ্ন। সমাজের যেকোন অনিয়ম অসংগতি আমাকে খুব কষ্ট দেয়। ইচ্ছা হয়; সুযোগ পেলে সমাজটাকে বদলিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তুলি। সমাজের প্রতি সেই দায়বদ্ধতা থেকেই নিজের কিছু ইচ্ছা, অভিপ্রায় ও মতামত উপস্থাপন করে সমমনা পাঠকেদের সাথে তা শেয়ার করার মানসে মাঝে মাঝে কিছু লিখি। তাতে সমাজের সামান্যতম উপকার হলেও নিজেকে ধন্য মনে করি।

মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *