নির্বাসনে যাবো আমি

নির্বাসনে যাবো আমি নির্বাসন

দাও যদি জনারণ্যে । কোলাহল

আমার পছন্দ নয় তবু

মাথা পেতে নেবো এই অগ্নিশিখা

জ্বলে জ্বলে হবো ছাই বিধাতার

সুনিপুন বলি আমি এক জিন্দালাশ ।

 

বাজাবো মোহন সুর নির্বাসনে

মাথায় বাঁধবো রুমাল রক্ত লাল

হাতে তুলে দাও যদি রঙ্গিলা বাঁশি ।

 

মনে বড় সাধ ছিলো এই কৃষ্ণকলি

কৃষ্ণ প্রেমের জোয়ারে ভেসে যাবো

কৃষ্ণের ঝালর বাঁশি সুরে সরে

এনে দেবে স্বর্গ সুধা দেহময়

অবাধ আলোর ঢেউ সিংহের মতো

লুটেপুটে খাবো একা মধু ভান্ডার ।

 

নির্বাসনে যাবো আমি দাও যদি

কড়িহীন নির্বাসন জনারণ্যে

নরোম নরোম মাটি বৃষ্টিভেজা

কাদা জলের আবাস ।

 

Loading

About মফিজুল ইসলাম খান

মফিজুল ইসলাম খান পিতা-মৃত আব্দুল মন্নাফ খান । মাতা-সাফিয়া খাতুন । জন্ম- ০৪-০৯-১৯৫৪ । জন্মস্থান-ঘিলাতলী, বিবির বাজার, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা-এমকম,এলএলবি । একটি জাতীয়করণকৃত ব্যাংকের ডিজিএম (অবঃ)। বর্তমানে আইনজীবী । বসবাস-ঢাকায় । ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই-আন্দোলিত প্রান্তরে আহত চিৎকার, জোসনার ফুল, যন্ত্রণার অনুলিপি । ছড়ার বই-তাক ডুমাডুম ঢোল বাজে । ছড়া-কবিতার বই-আবোল তাবোল । উপন্যাস-মিসকল মফিজ । যৌথ- কবিতার বই-কোমল গান্ধার । যৌথ শিশুতোষ গ্রন্থ-খেঁকশিয়াল ফুলপরী ও বাজপাখীর গল্প ।

Comments are closed.