তোমার অমোঘ ছোঁয়ায়

সুরম্য অট্টালিকা, হিরে-মতি, সোনার গহনা,

প্রতাপ, প্রতিপত্তি, অহঙ্কারী উন্মাদনা,

আরও যে কত কি!

নাইবা পেলাম এতসব, তাতে কি;

প্রেমের পিদিম জ্বেলে

শান্তির ছাউনি তলে ইমানী আশ্রয় দিলে।

ভোগে নয়, ত্যাগের পথে চলে

তোমাকে খুঁজে পেলে পরম প্রাপ্তি মেলে।

সুখে-দুখে, শান্তি ও যুঝায়, তুমি আশা তুমিই ভরসা,

তোমার নূরের অমোঘ ছোঁয়ায়, দূর হয়ে যায় সব দুরাশা।

শিঙ্গার ফুঁৎকারে শেষ দিবসের টান

সর্বক্ষণ প্রতিক্ষায় তব এ বান্দার প্রাণ,

পাপী-তাপী সবে ক্ষমাভিক্ষা চাই

তুমি বিনা মোর অন্য প্রভু নাই।


মন্তব্য দেখুন

Your email address will not be published. Required fields are marked *